পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভরা মৎস্য ঘেরে জোরপূর্বক বাঁধ নির্মাণ ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগরে এ ঘটনা ঘটেছে।
এর আগেও ওই ঘেরটি দখলের চেষ্টা করা হলে পুলিশ পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদালতের নির্দেশনা মানতে বললেও তা তারা মানছেন না বলেও অভিযোগ উঠেছে। শুধু তাই নয় ওই ঘেরটিকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে হামলা-মামলার ঘটনাও ঘটেছে।
এ বিষয়ে কৃষ্ণনগরের মোহাম্মদ আলী গাজীর ছেলে আব্দুল মান্নান গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘কৃষ্ণনগর মৌজায় আমার নিজস্ব ডিসিআর ও ইজারার ৫ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে মৎস্য ঘের করে আসছি। গত এক বছর ধরে প্রতিবেশী সাহেব আলী গাজী ও নিত্যানন্দ দাশের ছেলে তুষার কান্তি দাশ আমার ঘেরের জমিতে মৎস্য চাষে বাঁধা সৃষ্টি করে আসছে।’
ঘের মালিক মান্নান গাজী আরও বলেন, ‘পাইকগাছা নির্বাহী আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বর্তমান ভরা মৌসুমে তুষার কান্তি দাশ আমার ঘেরের মাঝ বরাবর বাঁধ দিয়ে মাছের ব্যাপক ক্ষতি করে দখলের চেষ্টা করছে।’
এ বিষয়ে অভিযুক্ত তুষার কান্তি দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার নিজস্ব ১৩ শতক ও ডিসিআর মূলে কেডি স্কুলের ৯ শতক ও বিনয় নামে একজনের ৫ শতক জমিতে বাঁধ দিয়ে পৃথক করে নিচ্ছি।’
কিন্তু ঘেরে মাছ থাকা অবস্থায় বাঁধ কেন, এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘থানায় বসাবসি হলেও মীমাংসা না হওয়ায় এখন বাঁধ দিচ্ছি।’
এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল আজকের পত্রিকাকে বলেন, ‘মৎস্য ঘেরের জমি নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে, এমনকি মামলা মোকদ্দমাও রয়েছে। কিন্তু এ নিয়ে আদালতের কোনো আদেশ বা রায় থাকলে সেটা উভয় পক্ষের মানা উচিত।’
খুলনার পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভরা মৎস্য ঘেরে জোরপূর্বক বাঁধ নির্মাণ ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগরে এ ঘটনা ঘটেছে।
এর আগেও ওই ঘেরটি দখলের চেষ্টা করা হলে পুলিশ পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদালতের নির্দেশনা মানতে বললেও তা তারা মানছেন না বলেও অভিযোগ উঠেছে। শুধু তাই নয় ওই ঘেরটিকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে হামলা-মামলার ঘটনাও ঘটেছে।
এ বিষয়ে কৃষ্ণনগরের মোহাম্মদ আলী গাজীর ছেলে আব্দুল মান্নান গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘কৃষ্ণনগর মৌজায় আমার নিজস্ব ডিসিআর ও ইজারার ৫ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে মৎস্য ঘের করে আসছি। গত এক বছর ধরে প্রতিবেশী সাহেব আলী গাজী ও নিত্যানন্দ দাশের ছেলে তুষার কান্তি দাশ আমার ঘেরের জমিতে মৎস্য চাষে বাঁধা সৃষ্টি করে আসছে।’
ঘের মালিক মান্নান গাজী আরও বলেন, ‘পাইকগাছা নির্বাহী আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বর্তমান ভরা মৌসুমে তুষার কান্তি দাশ আমার ঘেরের মাঝ বরাবর বাঁধ দিয়ে মাছের ব্যাপক ক্ষতি করে দখলের চেষ্টা করছে।’
এ বিষয়ে অভিযুক্ত তুষার কান্তি দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার নিজস্ব ১৩ শতক ও ডিসিআর মূলে কেডি স্কুলের ৯ শতক ও বিনয় নামে একজনের ৫ শতক জমিতে বাঁধ দিয়ে পৃথক করে নিচ্ছি।’
কিন্তু ঘেরে মাছ থাকা অবস্থায় বাঁধ কেন, এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘থানায় বসাবসি হলেও মীমাংসা না হওয়ায় এখন বাঁধ দিচ্ছি।’
এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল আজকের পত্রিকাকে বলেন, ‘মৎস্য ঘেরের জমি নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে, এমনকি মামলা মোকদ্দমাও রয়েছে। কিন্তু এ নিয়ে আদালতের কোনো আদেশ বা রায় থাকলে সেটা উভয় পক্ষের মানা উচিত।’
রাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেচট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের বিরুদ্ধে নিজ ক্ষমতার বাইরে গিয়ে এবং সরকারি নীতিমালার তোয়াক্কা না করে সরকারি খাস জায়গা পাঁচ বছরের জন্য বন্দোবস্ত দিয়েছেন। ১০০ টাকার স্ট্যাম্পে একটি অস্থায়ী ভাড়ানামা চুক্তিপত্র সম্পাদনের মাধ্যমে সরকারি এই জায়গা দেওয়া হয়েছে।
২৭ মিনিট আগেযশোরে সাম্প্রতিক সময়ে খুনাখুনির পাশাপাশি চুরি-ছিনতাই বেড়ে গেছে। এমনকি প্রকাশ্যে দিনদুপুরে ঘটছে খুনের ঘটনা। সর্বশেষ এক দিনের ব্যবধানে দুটি হত্যাকাণ্ড ঘটে গেছে। এ নিয়ে গত মে থেকে ১৩ আগস্ট পর্যন্ত প্রায় সাড়ে ৩ মাসে ২৩ জন হত্যার শিকার হয়েছেন। এ ছাড়া রাত নামলেই ছিনতাই ও চুরি হচ্ছে অহরহ।
১ ঘণ্টা আগে