Ajker Patrika

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বেনাপোল(যশোর) প্রতিনিধি
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

যশোরের বেনাপোল বন্দর এলাকায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হান্নান মোড়ল (৭৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে ভুক্তভোগী নারীর অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। 

ধর্ষণ চেষ্টাকারী হান্নান মোড়ল বন্দর থানার ছোটআঁচড়া গ্রামের মৃত আব্দুল কাশেমের ছেলে। 

স্থানীয়রা জানান , প্রবাসীর স্ত্রীকে গ্যাস সিলিন্ডার দিতে গিয়ে গতকাল সোমবার রাতে হান্নান মোড়ল তাঁকে ধর্ষণচেষ্টা করে। এ সময় ভুক্তভোগী নারী চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়ে ওই বৃদ্ধকে হাতে নাতে ধরে ফেলে গণপিটুনি দিয়ে আটকে রাখে। পরে পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে। 

এদিকে অভিযুক্ত হান্নান মোড়লের বেয়াই রেজাউল ইসলাম বলেন, এটা একটা সাজানো নাটক। তার বেয়াই গ্যাস সিলিন্ডার এর ব্যবসা করে। টাকা পয়সা নিয়ে উভয়ের মধ্যে ঝামেলা থাকায় ধর্ষণচেষ্টার অভিযোগ করেছে। 

বেনাপোল পোর্ট থানা ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন,  শ্লীলতা হানির মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত