Ajker Patrika

খুলনা বিভাগে করোনায় এক দিনে আরও ৪৬ জনের মৃত্যু

প্রতিনিধি, খুলনা সদর
খুলনা বিভাগে করোনায় এক দিনে আরও ৪৬ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ১৮৬ জন। এ পর্যন্ত খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২১৭ জনে। মোট শনাক্ত হয়েছেন ৮৮ হাজার ২৪৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ হাজার ৫৮২ জন। 

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। এছাড়া খুলনায় ১১ জন, যশোরে ১১ জন, বাগেরহাট ও মেহেরপুরে তিনজন করে, নড়াইল ও মাগুরায় দুজন করে এবং ঝিনাইদহে একজন মারা গেছেন। 

প্রসঙ্গত, খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। 

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা-সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৫৩ জনের। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ২২ হাজার ৬৪০ জনের। মারা গেছেন ৫৭৯ জন এবং সুস্থ হয়েছেন ১৬ হাজার ৮২ জন। 

বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯৩ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৬৯১ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৮ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৮২০ জন। 

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১১২ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ৩৬৯ জন এবং মারা গেছেন ৮৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৮৮ জন। 

গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছেন ১৬৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৯১৯ জন। মোট মারা গেছেন ৩২২ জন এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ৬৫৩ জন। 

গত ২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছেন ৪১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৯২৫ জনের। মোট মারা গেছেন ৮৭ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ১০৩ জন। 

মাগুরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৮২১ জনের। মোট মারা গেছেন ৬০ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৫৫৪ জন। 

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ১৯৪ জনের। মোট মারা গেছেন ১৮৩ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৪৭ জন। 

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ২২৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৪২১ জনের। মোট মারা গেছেন ৫০৮ জন এবং সুস্থ হয়েছেন ৯ হাজার ৫২৬ জন। 

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১১০ জন। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ৭৭০ জন। মোট মারা গেছেন ১৫০ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৬৬৫ জন। 

মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছেন ৬০ জন। জেলায় মোট শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৯৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৭ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪৪ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত