Ajker Patrika

ঝিকরগাছায় গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৪: ৪৭
ঝিকরগাছায় গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

যশোরের ঝিকরগাছায় ইয়াকুব (৫০) নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ইয়াকুব ব্যাংদাহ গ্রামের তাকবিল হোসেনের ছেলে। 

পরিবার সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন ইয়াকুব। এরপর তাঁর সঙ্গে পরিবারের লোকজন আর যোগাযোগ করতে পারেননি। ইয়াকুব পেশায় একজন গরু ব্যবসায়ী। তিনি ঋণগ্রস্ত ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে বাসস্ট্যান্ডের উত্তর পাশে কপোতাক্ষ নদের তীরে ইয়াকুবের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, সুরতহালের জন্য মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহের মাথায় ও বাম চোখে আঘাতের চিহ্ন আছে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত