পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আবহাওয়া অনুকূলে থাকায় সাতক্ষীরার পাটকেলঘাটায় বোরো চাষে বাম্পার ফলনের আশায় কৃষকেরা জমি চাষ শুরু করেছেন। অতি বৃষ্টিতে আমনের ফলন ভালো না হওয়ায় লোকসান পুষিয়ে নিতে আগেভাগেই চাষ শুরু করেছেন তাঁরা। এ বছর এলাকার অধিকাংশ কৃষক ব্রি-২৮ জাতের ধান চাষের জন্য বীজতলা তৈরি করেছেন বলে জানা গেছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৯ হাজার হেক্টরের বেশি জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ধানের দাম বেশি হওয়ায় কৃষকেরা উঁচু জমিতে আগেভাগে চাষ শুরু করেছেন।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সব এলাকায় আমন ধান কাটা শেষের পথে। নিচু জমিতে বীজতলা তৈরি করে বোরো চাষের জন্য চারা তৈরি করছেন অনেক কৃষক। আগাম চারা তৈরি করে জমি চাষ শুরু করেছেন তাঁরা। যেসব কৃষক মৎস্যঘেরে মাছ ধরার পর ধান রোপণ করবেন, তাঁরা দেরিতে বীজতলা তৈরির কাজ করছেন।
এ বিষয়ে আমতলাডাঙ্গা গ্রামের কৃষক শফিদুল ইসলাম বলেন, ‘গত বছর ভালো ফলন হওয়ায় এ বছরও ব্রি-২৮ জাতের ধান রোপণ করছি। তা ছাড়া শ্রমিকদের মজুরি কম ও চারা রোপণের সময় উপযুক্ত হওয়ায় আগাম চাষাবাদ শুরু করেছি।’
শফিদুল ইসলাম আরও বলেন, ‘নিজেদের জমি ও নিজস্ব ব্লক থাকায় আগাম চাষ শুরু করেছি। এতে ধানও আগে কাটা পড়বে এবং দামও বেশি পাওয়া যাবে।’ এ বছর এলাকার কৃষকেরা ব্রি ধান-৮১, ৮৮, ৬৩ ও হাইব্রিড শক্তি-২ এবং তেজ গোল্ড ব্র্যাক-১৭ জাতের ধানের বীজতলা তৈরি করছেন।
কৃষক আজিবার রহমান বলেন, ‘আমার নিজের জমি নেই, তাই বর্গাচাষ করি। এরই মধ্যে চারা তৈরি হয়ে গেছে এবং জমি চাষ শুরু করেছি। এক সপ্তাহ পরে চারা রোপণ শুরু করব। তবে ডিজেলের দাম বেশি হওয়ায় বিঘাপ্রতি ৬ থেকে ৭ হাজার টাকার ওপরে উৎপাদন খরচ হবে।’
স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা কল্যাণ পাল বলেন, ‘আমার ব্লকে কৃষকদের সুষম মাত্রায় সার ব্যবহার, জৈব-অজৈব-গুটি ইউরিয়া সার প্রয়োগ, পোকামাকড় দমনসহ কৃষকদের নানাবিধ পরামর্শ প্রদান করা হয়ে থাকে।’
এ ব্যাপারে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম বলেন, তালা উপজেলার শতকরা ৮০ জন কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত। তা ছাড়া ধানের দাম বেশি হওয়ায় কৃষকেরা তাঁদের সব জমি চাষাবাদ করছেন। কৃষকেরা এবার আমন ধানের ক্ষতি পুষিয়ে নিতে আগাম চাষাবাদ শুরু করেছেন।
আবহাওয়া অনুকূলে থাকায় সাতক্ষীরার পাটকেলঘাটায় বোরো চাষে বাম্পার ফলনের আশায় কৃষকেরা জমি চাষ শুরু করেছেন। অতি বৃষ্টিতে আমনের ফলন ভালো না হওয়ায় লোকসান পুষিয়ে নিতে আগেভাগেই চাষ শুরু করেছেন তাঁরা। এ বছর এলাকার অধিকাংশ কৃষক ব্রি-২৮ জাতের ধান চাষের জন্য বীজতলা তৈরি করেছেন বলে জানা গেছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৯ হাজার হেক্টরের বেশি জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ধানের দাম বেশি হওয়ায় কৃষকেরা উঁচু জমিতে আগেভাগে চাষ শুরু করেছেন।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সব এলাকায় আমন ধান কাটা শেষের পথে। নিচু জমিতে বীজতলা তৈরি করে বোরো চাষের জন্য চারা তৈরি করছেন অনেক কৃষক। আগাম চারা তৈরি করে জমি চাষ শুরু করেছেন তাঁরা। যেসব কৃষক মৎস্যঘেরে মাছ ধরার পর ধান রোপণ করবেন, তাঁরা দেরিতে বীজতলা তৈরির কাজ করছেন।
এ বিষয়ে আমতলাডাঙ্গা গ্রামের কৃষক শফিদুল ইসলাম বলেন, ‘গত বছর ভালো ফলন হওয়ায় এ বছরও ব্রি-২৮ জাতের ধান রোপণ করছি। তা ছাড়া শ্রমিকদের মজুরি কম ও চারা রোপণের সময় উপযুক্ত হওয়ায় আগাম চাষাবাদ শুরু করেছি।’
শফিদুল ইসলাম আরও বলেন, ‘নিজেদের জমি ও নিজস্ব ব্লক থাকায় আগাম চাষ শুরু করেছি। এতে ধানও আগে কাটা পড়বে এবং দামও বেশি পাওয়া যাবে।’ এ বছর এলাকার কৃষকেরা ব্রি ধান-৮১, ৮৮, ৬৩ ও হাইব্রিড শক্তি-২ এবং তেজ গোল্ড ব্র্যাক-১৭ জাতের ধানের বীজতলা তৈরি করছেন।
কৃষক আজিবার রহমান বলেন, ‘আমার নিজের জমি নেই, তাই বর্গাচাষ করি। এরই মধ্যে চারা তৈরি হয়ে গেছে এবং জমি চাষ শুরু করেছি। এক সপ্তাহ পরে চারা রোপণ শুরু করব। তবে ডিজেলের দাম বেশি হওয়ায় বিঘাপ্রতি ৬ থেকে ৭ হাজার টাকার ওপরে উৎপাদন খরচ হবে।’
স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা কল্যাণ পাল বলেন, ‘আমার ব্লকে কৃষকদের সুষম মাত্রায় সার ব্যবহার, জৈব-অজৈব-গুটি ইউরিয়া সার প্রয়োগ, পোকামাকড় দমনসহ কৃষকদের নানাবিধ পরামর্শ প্রদান করা হয়ে থাকে।’
এ ব্যাপারে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম বলেন, তালা উপজেলার শতকরা ৮০ জন কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত। তা ছাড়া ধানের দাম বেশি হওয়ায় কৃষকেরা তাঁদের সব জমি চাষাবাদ করছেন। কৃষকেরা এবার আমন ধানের ক্ষতি পুষিয়ে নিতে আগাম চাষাবাদ শুরু করেছেন।
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৪ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৪ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৪ ঘণ্টা আগে