Ajker Patrika

পুলিশ কনস্টেবলের মায়ের মরদেহ উদ্ধার

খুলনা প্রতিনিধি
পুলিশ কনস্টেবলের মায়ের মরদেহ উদ্ধার

খুলনায় অনিমা দাস নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার নগরীর পশ্চিম টুটপাড়া ফরিদ মোল্লার মোড় এলাকার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানায় পুলিশ।

অনিমা দাস বাগেরহাট জেলার ফকিরহাটের বেতাগা গ্রামের মৃত সুধাংশু দাসের স্ত্রী এবং সোনাডাঙ্গা থানার কনস্টেবল শুভেন্দ্র দাসের মা।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন বলেন, কনস্টেবল শুভেন্দ্র দাসের মা অনিমা দাস (৬৩) তার আট বছরের নাতি তীর্থকে নিয়ে ভাড়া থাকতেন ফরিদ মোল্লার মোড়ের খান মঞ্জিলে। সকালে শুভেন্দ্রকে তার বোন ফোন করে জানায়, তার মা ফোন রিসিভ করছে না। এরপর তিনি বাড়িতে গিয়ে মায়ের মরদেহ দেখতে পান। খবর পেয়ে সদর থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, বিছানার ওপর পড়ে থাকা মরদেহের নাক-মুখ রক্তাক্ত ছিল। এ ছাড়া তার গলা ও কানের স্বর্ণালংকার, আলমারিতে থাকা গয়না নেই। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত