Ajker Patrika

নদীর ভাঙন রোধে গ্রামবাসী দিলেন বেড়িবাঁধ

মাগুরা প্রতিনিধি
নদীর ভাঙন রোধে গ্রামবাসী দিলেন বেড়িবাঁধ

মাগুরার শ্রীপুর উপজেলার দোরাননগর এলাকায় গড়াই নদীর ভাঙন রোধে বেড়িবাঁধ দিলেন গ্রামবাসী। স্বেচ্ছাশ্রমে অর্ধশতাধিক মানুষ গতকাল শুক্রবার থেকে নিজেদের বসতভিটা রক্ষায় এই কার্যক্রম শুরু করেছেন। প্রতি বর্ষায় নদীর ভাঙন হওয়ায় কয়েক বছরে নদীগর্ভে হারিয়ে গেছে মন্দির, বসতভিটা, গোসলের ঘাটসহ চলাচলের রাস্তা। এই ভাঙন রোধে স্থানীয় প্রশাসনকে বারবার জানালেও কোনো কাজ না হওয়ায় এই উদ্যোগ নিয়েছেন গ্রামের মানুষ। 

গ্রামের লোকজন জানান, গত ৫ বছর বিভিন্ন সরকারি অফিসে অনেকবার নদী রক্ষার দরখাস্ত দিয়েও কোনো ফল হয়নি। তাই নিজেরাই বেড়িবাঁধ নির্মাণকাজ শুরু করেন। 

গত বর্ষা মৌসুমে প্রায় তিন কিলোমিটার এলাকার বিভিন্ন স্থান ধসে যায় নদীর গর্ভে। এরই মধ্যে মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন অনেকে। নদীপাড়ের বাকি বসতিরাও আছেন নদী ভাঙনের আশঙ্কায়। 

দোরাননগর গ্রামের বাসিন্দা প্রকৌশলী রথিন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘প্রতিবছর গড়াই নদীর ভাঙনে আমাদের দোরাননগর গ্রামের রাস্তা, বসতবাড়ি বিলীন হয়ে যায়। ভাঙন থেকে রক্ষা পেতে গ্রামবাসী ও সমাজের বৃত্তবান মানুষের আর্থিক সহায়তায় বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। গত বছর গ্রামবাসীর উদ্যোগে ৮ লাখ টাকা ব্যয়ে ৮টি বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছিল। সেখানে এবার নতুন করে ইট, বালু লোহার রড ও কংক্রিটের ঢালাইয়ের পিলার নির্মাণ করা হয়েছে। এই বেড়িবাঁধ নির্মাণের ফলে আগামী বর্ষা মৌসুমে নদী ভাঙন থেকে রক্ষা পাবে গোটা গ্রাম।’ 

স্থানীয় চিকিৎসক পঙ্কজ কান্তি মণ্ডল বলেন, ‘নদীর এ কূল ভাঙে ও কূল গড়ে। আমাদের ভাগ্যটাই খারাপ আমরা প্রতিবছর ভাঙনের মুখে পড়ছি। এতে বাড়ি-ঘর রাস্তাসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এই বেড়িবাঁধ তৈরি করতে ইট বালু, সিমেন্ট, লোহার রড, নিয়ে নির্মাণ করা হয়েছে। আমাদের এই বেড়িবাঁধ তৈরিতে আনুমানিক বাঁধ প্রতি প্রায় আড়াই লাখ টাকা খরচ হয়েছে।’

ভাঙন রোধে প্রশাসন থেকে উদ্যোগ না নেওয়ার বিষয়ে শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল বলেন, ‘আমি নতুন যোগ দিয়েছি। ভাঙনের অভিযোগের কথা জানা নেই। তবে যারা স্বেচ্ছাশ্রমে উন্নয়নমূলক কাজে এগিয়ে এসেছেন তাঁদের সাধুবাদ জানাই। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে সহযোগিতা করার ব্যবস্থা করা যায় কিনা সেটা দেখা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত