কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার আদালতে বিচারকের সঙ্গে আইনজীবী সমিতির সভাপতির তর্কাতর্কি ঘটনা ঘটেছে। পরে ওই আদালতের বিচারক এ বিষয়ে আইনজীবী নেতাদের সঙ্গে বৈঠক করেন। আজ বুধবার কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।
আদালতের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পেশকার কামরুল ইসলাম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের ভেতরে আইনজীবীদের সঙ্গে বিচারকের সামান্য একটু হট্টগোল হয়েছে।’ তিনি এ ব্যাপারে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আইনজীবী বলেন, ‘আজ দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল কুদ্দুসের আদালতে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় রুজু করা একটি মামলার জামিনের শুনানি চলছিল। আসামি পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মুকাদ্দেস হোসেন মোকা ও সরোয়ার হোসেন। শুনানি শেষে আদালত মামলার আসামিদের জামিন আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।’
ওই আইনজীবী বলেন, ‘মামলাটি শুনানির আগে বাদী ও বিবাদীপক্ষ নিজেদের মধ্যে আপসনামা করেন। আপসনামার কপিও আদালতে জমা দেওয়া হয়। তা সত্ত্বেও আসামিদের জামিন না দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়ায় উভয় পক্ষের আইনজীবীরা ক্ষুব্ধ হন। খবর শুনে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল ইসলাম দুলাল আরও কয়েকজন আইনজীবীকে সঙ্গে নিয়ে আদালতে উপস্থিত হন।’ তিনি বলেন, ‘এই ঘটনার পর বেলা ৪টার দিকে কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ বিষয়ে আলোচনার জন্য আইনজীবী নেতাদের ডাকেন।’
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বাইরে আছি। এ বিষয়ে শুনেছি, কিন্তু বিস্তারিত কিছু জানি না। তাই বলতে পারব না।’
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল ইসলাম দুলাল মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। বিচারক কমপ্লেন না করলে আপনারা কিছু লিখবেন না।’
নুরুল ইসলাম দুলাল আরও বলেন, ‘বিচারক এবং আইনজীবী সমিতির মধ্যে সমন্বয় থাকলে কোনো কিছুই না। সে ক্ষেত্রে বিচারকও আইনজীবীদের দুটো কথা বলতে পারেন, আবার আইনজীবীরাও বিচারকদের দুটো কথা বলতে পারেন।’
কুষ্টিয়ার আদালতে বিচারকের সঙ্গে আইনজীবী সমিতির সভাপতির তর্কাতর্কি ঘটনা ঘটেছে। পরে ওই আদালতের বিচারক এ বিষয়ে আইনজীবী নেতাদের সঙ্গে বৈঠক করেন। আজ বুধবার কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।
আদালতের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পেশকার কামরুল ইসলাম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের ভেতরে আইনজীবীদের সঙ্গে বিচারকের সামান্য একটু হট্টগোল হয়েছে।’ তিনি এ ব্যাপারে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আইনজীবী বলেন, ‘আজ দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল কুদ্দুসের আদালতে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় রুজু করা একটি মামলার জামিনের শুনানি চলছিল। আসামি পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মুকাদ্দেস হোসেন মোকা ও সরোয়ার হোসেন। শুনানি শেষে আদালত মামলার আসামিদের জামিন আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।’
ওই আইনজীবী বলেন, ‘মামলাটি শুনানির আগে বাদী ও বিবাদীপক্ষ নিজেদের মধ্যে আপসনামা করেন। আপসনামার কপিও আদালতে জমা দেওয়া হয়। তা সত্ত্বেও আসামিদের জামিন না দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়ায় উভয় পক্ষের আইনজীবীরা ক্ষুব্ধ হন। খবর শুনে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল ইসলাম দুলাল আরও কয়েকজন আইনজীবীকে সঙ্গে নিয়ে আদালতে উপস্থিত হন।’ তিনি বলেন, ‘এই ঘটনার পর বেলা ৪টার দিকে কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ বিষয়ে আলোচনার জন্য আইনজীবী নেতাদের ডাকেন।’
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বাইরে আছি। এ বিষয়ে শুনেছি, কিন্তু বিস্তারিত কিছু জানি না। তাই বলতে পারব না।’
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল ইসলাম দুলাল মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। বিচারক কমপ্লেন না করলে আপনারা কিছু লিখবেন না।’
নুরুল ইসলাম দুলাল আরও বলেন, ‘বিচারক এবং আইনজীবী সমিতির মধ্যে সমন্বয় থাকলে কোনো কিছুই না। সে ক্ষেত্রে বিচারকও আইনজীবীদের দুটো কথা বলতে পারেন, আবার আইনজীবীরাও বিচারকদের দুটো কথা বলতে পারেন।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৮ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১১ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে