Ajker Patrika

কুষ্টিয়ায় ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৭: ২৯
কুষ্টিয়ায় ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত

কুষ্টিয়ায় মালবাহী ট্রাকের চাপায় আব্দুর রহিম (৫০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে জেলার মিরপুর উপজেলার শিমুলতলা নামক স্থানে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আব্দুর রহিম কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা বহলবাড়িয়া এলাকার আইনাল শেখের ছেলে।

কুষ্টিয়া হাইওয়ে থানা-পুলিশের পরিদর্শক দেবব্রত রায় বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরের দিকে শিমুলতলা বাজার থেকে ইঞ্জিনচালিত ভ্যান নিয়ে বাড়ি যাচ্ছিলেন আব্দুর রহিম। বাজার ছেড়ে কিছুদূর যাওয়ার পর পেছনের দিক থেকে একটি বেপরোয়া গতির মালবাহী ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ভ্যানচালক আব্দুর রহিম ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর স্থানীয়রা মোটরসাইকেলে ট্রাকটিকে ধাওয়া করে আটক করেন। পরে ট্রাকের চালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।’

পরে খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে থানা-পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। চালকসহ ট্রাকটিকে কুষ্টিয়া হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত