Ajker Patrika

কুমারখালী থানায় নতুন ওসি কামরুজ্জামান, ওসি মজিবুরের বিদায়

প্রতিনিধি
কুমারখালী থানায় নতুন ওসি কামরুজ্জামান, ওসি মজিবুরের বিদায়

কুমারখালী (কুষ্টিয়া): কুষ্টিয়ার কুমারখালী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. কামরুজ্জামান তালুকদার যোগদান করেছেন। শুক্রবার (৪ জুন) বিকেলে ৪৮ তম ওসি হিসেবে তিনি যোগদান করেন। একই সময়ে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেন জনপ্রিয় ওসি মজিবুর রহমান। এ সময় থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান, সেকেন্ড অফিসার (এস আই নি:) শরিফুল ইসলামসহ থানার অফিসার, ফোর্সরা উপস্থিত ছিলেন। 

নবনিযুক্ত ওসি থানায় পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী ওসি মজিবুর রহমান। এর আগে বিকেল সাড়ে ৩টায় থানার অফিসার ও ফোর্সের পক্ষ থেকে ওসি মুজিবুর রহমানকে আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কামরুজ্জামান তালুকদার এর আগে কুষ্টিয়ার খোকসা থানায় কর্মরত ছিলেন এবং সদ্যসাবেক ওসি মজিবুর রহমান একই জেলার ভেড়ামারা থানায় যোগদান করেন। 

জানা যায়, মজিবুর রহমান ২০২০ সালের ২২ এপ্রিল ৪৭ তম ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কুমারখালী থানায় যোগদান করেন। গত এক বছরে থানায় পুলিশ বাহিনীর মধ্যে সম্পর্ক উন্নয়ন, সৌন্দর্য বর্ধন, প্যারেড গ্রাউন্ড স্থাপন, একটি দৃষ্টিনন্দন নিরাপদ পার্ক স্থাপন, একটি পুরোনো কোয়ার্টারকে বাসযোগ্য করাসহ বেশ কয়েকটি কাজ করেছেন। সব মিলে থানা ও থানার বাইরে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তবে গেট ও কনফারেন্স রুমের কাজ শেষ না করেই সরকারি আদেশে তাঁকে বদলি হতে হয়েছে। 

কুমারখালী থানায় যোগদানের পরপরই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামারুজ্জামান তালুকদার বলেন, দল বেদল দেখা হবে না। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। সাধারণ জনগণকে সর্বোচ্চ ভোগান্তিমুক্ত সেবা দেওয়া হবে। সেবার মান নিশ্চিত করতে বিট পুলিশিং কার্যক্রম আরও বেগবান করা হবে। কিশোর গ্যাং দমনে কার্যকারী পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, থানার সৌন্দর্য বর্ধনে বিদায়ী ওসির অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম গুলো চলমান থাকবে। 

এর আগে বিকেলে বিদায়ী সংবর্ধনায় বিদায়ী ওসি মজিবুর রহমান আবেগঘন বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, চাকরি জীবনে সেরা টিম কুমারখালীতে পেয়েছি। অফিসার, ফোর্স ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় সম্মিলিত কাজ করার চেষ্টা করেছি। এখানে বন্ধুর মত সঙ্গী পেয়েছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত