Ajker Patrika

কোটচাঁদপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত, আহত ২

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৭: ৫০
কোটচাঁদপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত, আহত ২

ঝিনাইদহের কোটচাঁদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশাদুল ইসলাম (৫০) নামের একজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার কাগমারী বাঁওড়ের অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় আনিসুর রহমান বলেন, কোটচাঁদপুরের কাগমারী পশ্চিমপাড়ার বাসিন্দা আশাদুল ইসলাম ও রবজেল মণ্ডল গতকাল দুপুরে বাড়ি থেকে কোটচাঁদপুরে যাচ্ছিলেন। এ সময় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে গুরুতর আহত দুই মোটরসাইকেলের তিনজনকেই হাসপাতালে পাঠানো হয়। যশোর হাসপাতালে নেওয়ার পর আশাদুলকে মৃত ঘোষণা করা হয়।

এ বিষয়ে স্থানীয় বলুহর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় আশাদুল ইসলাম নামের একজন মারা গেছেন বলে শুনেছি। আরও দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। জানাজায় যেতে চেয়েছিলাম। তবে জানতে পারলাম, এখানে জানাজা শেষে দাফনের জন্য লাশ তাঁর গ্রামে নিয়ে গেছে।’

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার কর্তব্যরত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) শারমিন আক্তার বলেন, ‘বিষয়টি নিয়ে গতকাল কেউ কোনো অভিযোগ করেছেন কি না, আমার জানা নেই। তবে আজ কেউ কোনো অভিযোগ করেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত