Ajker Patrika

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২০ 

ডুমুরিয়া প্রতিনিধি
আপডেট : ০১ জুন ২০২২, ১৩: ৩৬
ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২০ 

খুলনার সাতক্ষীরা মহাসড়কে বাস-মোটরসাইকেল ও ভ্যানগাড়ির ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত ও ২০ জন আহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ডুমুরিয়ার গুটুদিয়া এলাকার পিসিএফ ফিড মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এ দুর্ঘটনায় ভ্যানযাত্রী ডুমুরিয়া সদরের গোলনা গ্রামের দিনমজুর আব্দুল খালেক গাজী (৬৫) এবং সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী গ্রামের বাসিন্দা মোটরসাইকেল আরোহী এরিস্টোফার্মা ওষুধ কোম্পানির প্রতিনিধি আলী ওসমান (৩২) ঘটনাস্থলে নিহত হন। এ ছাড়া দুর্ঘটনায় বাস ও ভ্যানের যাত্রী ডুমুরিয়া সদরের আরিফা বেগম (৩৫) ও তাঁর মেয়ে মাওয়া (৪), কাওছার আলী শেখ (৫০), আব্দুল গফুর (৬৫), অশোক রঞ্জন সরদার (৫৩), লিয়াকত বিশ্বাস (৫০), আফছানা (১৮), মিজানুর রহমান (৬৫) আশরাফ আলী শেখ (৩৩), উত্তম কুমার দাস (৩০), সালাম বিশ্বাস (৫২) ও তাসমিদ (৪৩) আহত হন।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, ডুমুরিয়া থেকে খুলনা অভিমুখে যাওয়ার সময় একটি যাত্রীবাহী ভ্যান ও একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাস রাস্তার খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ভ্যানযাত্রী আব্দুল খালেক গাজী ও মোটরসাইকেল আরোহী আলী ওসমান নিহত হন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।

এ বিষয়ে খর্ণিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, নিহত ব্যক্তিদের সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া বাস ও মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত