Ajker Patrika

মনিরামপুরে স্বতন্ত্র প্রার্থীর ৩ সমর্থককে মারধর, নৌকার কর্মীকে দোষারোপ

মনিরামপুরে স্বতন্ত্র প্রার্থীর ৩ সমর্থককে মারধর, নৌকার কর্মীকে দোষারোপ

যশোরের মনিরামপুরে ইগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলীর তিন সমর্থককে মারধরের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে উপজেলার কুয়াদা বাজারে তাঁদের মারধর করা হয়। এ ঘটনায় নৌকা প্রতীকের এক কর্মীকে দোষারোপ করা হচ্ছে।

মারধরের শিকার তিনজন হলেন কুয়াদা এলাকার সাবেক যুবলীগ নেতা নজরুল ইসলাম সরদার, লিটন হোসেন ও মকলেস উদ্দিন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

খবর পেয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মারধরের শিকার নজরুল ইসলাম বলেন, ‘কুয়াদা বাজারে আমার দোকান ঘরে ইগল প্রতীকের নির্বাচনী অফিস হয়েছে। মকলেস অফিস পরিচালনার দায়িত্বে আছেন। গতকাল মঙ্গলবার রাতে নৌকা প্রতীকের কর্মী আসিফ কয়েকজনকে নিয়ে মকলেসের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ায়। আজ বুধবার বেলা ১১টার দিকে স্থানীয় একটি চায়ের দোকানে আবারও বাগ্‌বিতণ্ডা হলে আসিফ তাঁকে চড়থাপ্পড় মারে। আমি প্রতিবাদ করলে আসিফ আমাকে ঘুষি মারে। এ ঘটনা দেখে লিটন এগিয়ে এলে তাঁকেও চড়থাপ্পড় মারে আসিফ।’

নজরুল ইসলাম আরও বলেন, ‘এরপর আমি পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে থানা থেকে পুলিশ আসে।’

উপজেলা যুবলীগের সদস্য মনজুর আক্তার বলেন, ‘আসিফ যুবলীগের কর্মী। মকলেস বিএনপির সমর্থক। সে ইগলের অফিস করায় বাগ্‌বিতণ্ডার জেরে আসিফ তাঁকে দুটি চড় মেরেছে। পরে লিটন এগিয়ে গেলে সেও মার খেয়েছে। নজরুল ভাই সিনিয়র মানুষ। আসিফ তাঁকে মারেনি। ঠেকাতে গিয়ে হয়তো তিনি আঘাত পেয়ে থাকতে পারেন। নির্বাচনের আগমুহূর্তে আসিফ এটা ঠিক করেনি। তার এমন কাণ্ডে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি।’

ইগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী এ বিষয়ে বলেন, ‘আমার তিন সমর্থক মারধরের শিকার হয়েছেন। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

তবে এ বিষয়ে নৌকা প্রতীকের কর্মী আসিফ হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ আজকের পত্রিকাকে বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত