কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে ব্যাংকে চুরি করতে গিয়ে ধরা পড়েন আলমগীর হোসেন (৩০) নামের এক ব্যক্তি। গত সোমবার ধরা পড়ার পর গতকাল মঙ্গলবার পুলিশ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় মামলা করে। প্রথমে তিনি বোবা সাজলেও পুলিশের জিজ্ঞাসাবাদে পরে নিজের নাম-ঠিকানাসহ একাধিক চুরির ঘটনার বর্ণনা দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আল-মাসুদ মিয়া বলেন, আলমগীর হোসেন গত সোমবার সকালে চুরি করতে যান কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। বোবা সেজে একজন সেবিকার কাছে সহায়তা চান। সেবিকা তাঁকে কিছু সহায়তা করেন। কিছুক্ষণ পর দেখেন তাঁর মোবাইল ফোনটি নেই।
পরে আলমগীর হোসেন যান কোটচাঁদপুর আল-আরাফাহ ব্যাংকে। সেখানে গেলে বিপত্তি বাধে। কিছুদিন আগে আরেকটি ব্যাংকে চুরির ঘটনা ঘটে। একটি ভিডিওতে আলমগীর হোসেনকে দেখতে পান ব্যাংকটির কর্মকর্তা জাকির হোসেন। আলমকে দেখে সন্দেহ হলে তিনি পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে আলমের দেহ তল্লাশি করে সেবিকার কাছ থেকে নেওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে।
আলমগীর হোসেন বোবা সেজে অভিনয় করছিলেন। এ কারণে প্রথমে তাঁর নাম-ঠিকানা জানা সম্ভব হয়নি। পরে পুলিশ হেফাজতে মুখ খোলেন তিনি। জানান তাঁর নাম আলমগীর হোসেন আলম। বয়স ৩০ বছর। বাবার নাম আরিফ হোসেন, বাড়ি বরিশালে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল মঙ্গলবার আলমগীর হোসেনকে আদালতে সোপর্দ করা হয়। কোটচাঁদপুর থানার এসআই আল-মাসুদ মিয়া বলেন, এ পর্যন্ত তিনি ১৪টি মোবাইল ফোন চুরি করেছেন। বাক-প্রতিবন্ধী সেজে তিনি এসব চুরি করতেন।
আল-মাসুদ আরও বলেন, আলমগীর হোসেন প্রথমে কোনো প্রতিষ্ঠানে গিয়ে বোবা সেজে কর্মকর্তা-কর্মচারীদের কাছে সহায়তা চাইতেন। পরে সুযোগ বুঝে হাতিয়ে নিতেন মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র। তিনি বলেন, আলমের নামে কোটচাঁদপুর থানায় নিয়মিত মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।
ঝিনাইদহের কোটচাঁদপুরে ব্যাংকে চুরি করতে গিয়ে ধরা পড়েন আলমগীর হোসেন (৩০) নামের এক ব্যক্তি। গত সোমবার ধরা পড়ার পর গতকাল মঙ্গলবার পুলিশ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় মামলা করে। প্রথমে তিনি বোবা সাজলেও পুলিশের জিজ্ঞাসাবাদে পরে নিজের নাম-ঠিকানাসহ একাধিক চুরির ঘটনার বর্ণনা দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আল-মাসুদ মিয়া বলেন, আলমগীর হোসেন গত সোমবার সকালে চুরি করতে যান কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। বোবা সেজে একজন সেবিকার কাছে সহায়তা চান। সেবিকা তাঁকে কিছু সহায়তা করেন। কিছুক্ষণ পর দেখেন তাঁর মোবাইল ফোনটি নেই।
পরে আলমগীর হোসেন যান কোটচাঁদপুর আল-আরাফাহ ব্যাংকে। সেখানে গেলে বিপত্তি বাধে। কিছুদিন আগে আরেকটি ব্যাংকে চুরির ঘটনা ঘটে। একটি ভিডিওতে আলমগীর হোসেনকে দেখতে পান ব্যাংকটির কর্মকর্তা জাকির হোসেন। আলমকে দেখে সন্দেহ হলে তিনি পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে আলমের দেহ তল্লাশি করে সেবিকার কাছ থেকে নেওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে।
আলমগীর হোসেন বোবা সেজে অভিনয় করছিলেন। এ কারণে প্রথমে তাঁর নাম-ঠিকানা জানা সম্ভব হয়নি। পরে পুলিশ হেফাজতে মুখ খোলেন তিনি। জানান তাঁর নাম আলমগীর হোসেন আলম। বয়স ৩০ বছর। বাবার নাম আরিফ হোসেন, বাড়ি বরিশালে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল মঙ্গলবার আলমগীর হোসেনকে আদালতে সোপর্দ করা হয়। কোটচাঁদপুর থানার এসআই আল-মাসুদ মিয়া বলেন, এ পর্যন্ত তিনি ১৪টি মোবাইল ফোন চুরি করেছেন। বাক-প্রতিবন্ধী সেজে তিনি এসব চুরি করতেন।
আল-মাসুদ আরও বলেন, আলমগীর হোসেন প্রথমে কোনো প্রতিষ্ঠানে গিয়ে বোবা সেজে কর্মকর্তা-কর্মচারীদের কাছে সহায়তা চাইতেন। পরে সুযোগ বুঝে হাতিয়ে নিতেন মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র। তিনি বলেন, আলমের নামে কোটচাঁদপুর থানায় নিয়মিত মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতায়িত হয়ে জুয়েল রানা (২৫) নামের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগাপ্রতিমা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
১ মিনিট আগেউপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক শিক্ষার মান্নোনয়নে ১৭ হাজার শিক্ষক নিয়োগপ্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ৩ হাজার প্রধান শিক্ষক পিএসসির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। স্কুলে যাওয়ার উপযোগী প্রত্যেক শিশুর বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা দেওয়ায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
১৯ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রামে লাইসেন্স ছাড়া পেট্রোলিয়ামজাত দাহ্য পদার্থ (পেট্রোল, অকটেন, ডিজেল) বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আইন অমান্য করে নদী থেকে বালু উত্তোলন করায় এক যুবককে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে