কুষ্টিয়া প্রতিনিধি
মালি পদে নিয়োগ পেতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিষের বোতল নিয়ে মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নেন এক আবেদনকারী। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ে মালি পদের নিয়োগ বোর্ডে এ ঘটনা ঘটে।
আবেদনকারীর নাম হাসমত। তিনি বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাস করেন।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ওই লোক নিয়োগ পাওয়ার জন্য বিষের বোতল নিয়ে ভাইভা দিতে আসে। পরে আমরা ওসিকে খবর দিই। ওসির উপস্থিতিতে তার কাছে অঙ্গীকারনামা লিখে নেওয়া হয় এবং পরে তাকে ছেড়ে দেওয়া হয়।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘দুপুরের দিকে ভাইস চ্যান্সেলর স্যারের পিএস আমাকে ফোন দিয়ে একজন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার নিয়ে আসতে বলেন। আমি সেখানে গিয়ে দেখলাম একটি বিষের বোতল রাখা আছে। এরপর নিয়োগ বোর্ডের সদস্যদের মাধ্যমে জানতে পারলাম, ওই লোক নিয়োগ পাওয়ার জন্য বিষের বোতল নিয়ে ভাইভা দিতে আসে। এমনকি সে নিয়োগ না দিলে বিষ খেতে উদ্যত হয়। পরে আমরা বিষের বোতল এবং ওসির উপস্থিতিতে ওই লোকের অঙ্গীকারনামা লিখে প্রক্টর অফিসে জমা রেখেছি।’
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর জায়েদ বিপ্লব বলেন, ‘ওই লোকের অঙ্গীকারনামা এবং বিষের বোতল বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে জমা রয়েছে। আমাদের কাছে তারা হস্তান্তর করেনি। হস্তান্তর করলে আমরা আইনি প্রক্রিয়ায় এগোতে পারতাম।’ পরে এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি।
মালি পদে নিয়োগ পেতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিষের বোতল নিয়ে মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নেন এক আবেদনকারী। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ে মালি পদের নিয়োগ বোর্ডে এ ঘটনা ঘটে।
আবেদনকারীর নাম হাসমত। তিনি বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাস করেন।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ওই লোক নিয়োগ পাওয়ার জন্য বিষের বোতল নিয়ে ভাইভা দিতে আসে। পরে আমরা ওসিকে খবর দিই। ওসির উপস্থিতিতে তার কাছে অঙ্গীকারনামা লিখে নেওয়া হয় এবং পরে তাকে ছেড়ে দেওয়া হয়।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘দুপুরের দিকে ভাইস চ্যান্সেলর স্যারের পিএস আমাকে ফোন দিয়ে একজন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার নিয়ে আসতে বলেন। আমি সেখানে গিয়ে দেখলাম একটি বিষের বোতল রাখা আছে। এরপর নিয়োগ বোর্ডের সদস্যদের মাধ্যমে জানতে পারলাম, ওই লোক নিয়োগ পাওয়ার জন্য বিষের বোতল নিয়ে ভাইভা দিতে আসে। এমনকি সে নিয়োগ না দিলে বিষ খেতে উদ্যত হয়। পরে আমরা বিষের বোতল এবং ওসির উপস্থিতিতে ওই লোকের অঙ্গীকারনামা লিখে প্রক্টর অফিসে জমা রেখেছি।’
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর জায়েদ বিপ্লব বলেন, ‘ওই লোকের অঙ্গীকারনামা এবং বিষের বোতল বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে জমা রয়েছে। আমাদের কাছে তারা হস্তান্তর করেনি। হস্তান্তর করলে আমরা আইনি প্রক্রিয়ায় এগোতে পারতাম।’ পরে এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাহেদুর রহমান দিপুকে (৫০) একটি পাইপগানসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
৫ মিনিট আগেজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।
৭ মিনিট আগেরুবেলের স্ত্রী রেহেনা বেগম বলেন, ‘আমার স্বামীর বড় ভাই মফিজের সঙ্গে ২০১৬ সালে হানিফের আর্থিক লেনদেন হয়। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট মফিজ বরগুনায় মারা যান। এরপর হানিফ আমার স্বামী রুবেলের নামে মামলা করেন এবং টাকার জন্য চাপ দিতে থাকেন। বাজার করার টাকাও ছিল না।
১০ মিনিট আগেঢাকার দোহার উপজেলার জয়পাড়া কলেজ কেন্দ্রের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সহায়তা কার্যক্রম চালিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার সকাল থেকে চালু হওয়া এই হেল্প ডেস্কে শিক্ষার্থীদের মধ্যে কলম, মাস্ক, পানি, স্যালাইন, পরীক্ষার রুটিন ও ইসলামি বই বিতরণ করা হয়।
১৭ মিনিট আগে