Ajker Patrika

মোখার শঙ্কায় মাগুরায় লিচু পেড়ে ফেলছেন চাষিরা

ফয়সাল পারভেজ, মাগুরা
আপডেট : ১৩ মে ২০২৩, ২০: ৫৭
মোখার শঙ্কায় মাগুরায় লিচু পেড়ে ফেলছেন চাষিরা

ঘূর্ণিঝড় মোখার আঘাতের শঙ্কায় আধা পাকা লিচু গাছ থেকে পেড়ে ফেলছেন মাগুরার লিচুর এলাকা বলে পরিচিত হাজরাপুর ও হাজীপুর ইউনিয়নের চাষিরা। এ দুটি ইউনিয়নে প্রায় পাঁচ শর ওপরে রয়েছে লিচুবাগান। আজ শনিবার দিনভর লিচু ব্যবসায়ীর ভিড় দেখা গেছে এসব এলাকায়। 

আজ সরেজমিন বাগান ঘুরে দেখা গেছে, ঢাকা থেকে লিচুর পাইকারি ব্যবসায়ীরা এসে লিচু কিনছেন। দাম ভালো পাওয়ায় এখানকার চাষিরা আগে ভাগেই লিচু গাছ থেকে পেড়ে ফেলছেন। ঝড়ের শঙ্কায় এক হাজার লিচু বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা করে। 

ইছাখাদা এলাকার বাগানমালিক সাইফুল ইসলাম বলেন, ‘লিচু পাকতে শুরু করেছে। তবে আর কদিন পরে সব লিচুই পেকে যাবে। কিন্তু ঝড়ের প্রভাব বাগানে পড়লে বেশির ভাগ লিচু গাছ থেকে ঝরে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই দাম ভালো পাওয়ায় বিক্রি করে দিচ্ছি।’ 

ঢাকা আশুলিয়া বাইপাল আড়ত থেকে আগত পাইকারি ব্যবসায়ী মিনহাজ হোসেন শোভন বলেন, ‘পাটুরিয়া ঘাট যেহেতু ব্যবহার করছি না। তাই পদ্মা সেতু দিয়ে এবার লিচু যাচ্ছে। ফলে এখানকার ব্যবসায়ীরা লিচু বিক্রি করছে ঝড়ের শঙ্কায়। আমাদেরও নিতে কোনো সমস্যা নেই। কারণ, লিচু ঝরে গেলে সেই লিচুর কোনো দাম নেই বাজারে।’ 

লিচু ব্যবসায়ী ও বাগানমালিক রবিউল ইসলাম বলেন, ‘বিগত বছরে এ সময় ঝড় হলে দেখেছি প্রচুর ক্ষতি হয় বাগানের। ঝরে পড়া লিচুর বাজারমূল্য নেই। কোটি টাকার লিচু যেন নষ্ট না হয়, সে কারণে কাঁচা-পাকা লিচু বিক্রি করে দিতে হচ্ছে।’

হাজরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবির হোসেন বলেন, ‘ঝড়ের প্রভাব হয়তো তেমন এদিকে না-ও পড়তে পারে। তবে তীব্র বাতাসে লিচু গাছ থেকে ঝরে যায়। এতে সবারই ব্যবসায়িক ক্ষতি হয়ে যায়। সেই শঙ্কা থেকে চাষিরা হয়তো লিচু বিক্রি করে দিচ্ছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত