Ajker Patrika

খুলনায় একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন নারী

খুলনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনায় একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন আকলিমা নামে এক গৃহবধূ। গতকাল বুধবার সকালে বেসরকারি খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে এই চার সন্তানের জন্ম দেন তিনি।

নবজাতকদের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে। অপারেশনের পর মা ও নবজাতকেরা সুস্থ রয়েছে বলে জানান চিকিৎসক। এ ঘটনায় আনন্দিত তার পরিবারের সদস্যরা। গৃহবধূ আকলিমার স্বামী সুজন কাজী একসঙ্গে চার সন্তান পেয়ে উচ্ছ্বসিত।

চিকিৎসকেরা জানান, একসঙ্গে চার সন্তানের জন্ম খুবই বিরল এবং এ ক্ষেত্রে মা ও নবজাতকেরা সম্পূর্ণ সুস্থ থাকাটা সৌভাগ্যের বিষয়। এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের প্রধান ডা. আমিনা জান্নাত পিয়া ও তাঁর চিকিৎসক দল।

ডা. আমিনা জান্নাত পিয়া বলেন, ‘আকলিমার এটি দ্বিতীয় ডেলিভারি ছিল। সে জানত যমজ বাচ্চা পেটে। যখন আসছে তখন তীব্র ব্যথায় কষ্ট পাচ্ছিল। বাচ্চা ছিল উল্টো পজিশনে। তাকে সিজারের জন্য দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সবকিছু ম্যানেজ করে অপারেশন শুরু করি। অপারেশন করে পরপর চারটি বাচ্চা প্রসব করানো হয়। প্রতিটা বাচ্চাই উল্টা পজিশনে ছিল। হাসপাতালের সব বিভাগ মিলে সন্তান এবং নবজাতকদের সেবা দেওয়ার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ এখন সকলেই ভালো আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত