Ajker Patrika

আনার হত্যার পরিকল্পনাকারী শাহীনের ফুফাতো ভাই আ.লীগ নেতাকে আটক করেছে ডিবি

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ০৭ জুন ২০২৪, ১৮: ৪৬
আনার হত্যার পরিকল্পনাকারী শাহীনের ফুফাতো ভাই আ.লীগ নেতাকে আটক করেছে ডিবি

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে ঢাকা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার রাতের কোনো একসময় শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়। তবে কী কারণে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে, তা জানাতে পারেননি পরিবারের সদস্য ও জেলা পুলিশের কর্মকর্তারা।

এলাকায় গুঞ্জন শোনা যাচ্ছে, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিয়ে যাওয়া হতে পারে। বাবুর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, আনার হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন তাঁর মামাতো ভাই। 

বাবুর স্ত্রী কাজী শিরিনা আফরোজ বলেন, ‘আমার স্বামীকে গতকাল ডিবি পুলিশ নিয়ে গেছে। তারা ঢাকা থেকে এসেছিল। তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম, কেন নিয়ে যাচ্ছেন। তারা শুধু বলেছে, তার সঙ্গে কিছু কথা আছে। এর বেশি কিছু জানি না এবং এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’ এ বলেই তিনি দ্রুতই পাশের এক আত্মীয়ের বাসায় ঢুকে পড়েন। 

এদিকে শহরের কচাতলা এলাকাসংলগ্ন কাজী কামাল আহমেদ বাবুর বোনের বাসায় গিয়ে কথা হয় তাঁর সঙ্গে। সে সময় বাসার সামনে থাকা বাবুর বড় বোন জেসমিন বলেন, ‘আমরা ৯ ভাইবোন। আমি বড়। গতকাল বাবুকে কেন নিয়ে গেছে, তা আমি জানি না। সকালে বিষয়টি জানতে পেরেছি।’ 

তবে আক্তারুজ্জামান শাহীনের সঙ্গে বাবুর কী সম্পর্ক জানতে চাইলে তিনি বলেন, ‘শাহীন আমাদের মামাতো ভাই।’ এটা বলেই তিনিও বাড়ির ভেতরে ঢুকে গেট বন্ধ করে দেন। 

বিষয়টি নিয়ে আক্তারুজ্জামান শাহীনের ভাই ও কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম বলেন, ‘আমরা বাবুর মামাতো ভাই। তবে খুব আপন সম্পর্কের না।’ 

জানতে চাইলে ঝিনাইদহ পুলিশ সুপার (এসপি) আজিম উল আহসান বলেন, ‘ঢাকা ডিবির একটা টিম এসেছিল। তারা কাজী কামাল আহমেদ বাবুকে নিয়ে গেছে। তবে কোন মামলা, কী ঘটনা—এসব বিষয়ে তারা কিছুই বলেনি। শুধু আমাদের জানিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি। আটক করা হয়েছে কি না, এমন তথ্যও তারা বলেনি।’ 

বিষয়টি নিয়ে এমপি আনার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের মোবাইল ফোনে কল করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। আমার কাছে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই।’ 

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আছাদ জানান, যেহেতু এটা তদন্তাধীন বিষয়। সুতরাং, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে নির্দিষ্ট কোনো তথ্য না আসলে কোনো মন্তব্য করা যাচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত