ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে ঢাকা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার রাতের কোনো একসময় শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়। তবে কী কারণে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে, তা জানাতে পারেননি পরিবারের সদস্য ও জেলা পুলিশের কর্মকর্তারা।
এলাকায় গুঞ্জন শোনা যাচ্ছে, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিয়ে যাওয়া হতে পারে। বাবুর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, আনার হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন তাঁর মামাতো ভাই।
বাবুর স্ত্রী কাজী শিরিনা আফরোজ বলেন, ‘আমার স্বামীকে গতকাল ডিবি পুলিশ নিয়ে গেছে। তারা ঢাকা থেকে এসেছিল। তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম, কেন নিয়ে যাচ্ছেন। তারা শুধু বলেছে, তার সঙ্গে কিছু কথা আছে। এর বেশি কিছু জানি না এবং এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’ এ বলেই তিনি দ্রুতই পাশের এক আত্মীয়ের বাসায় ঢুকে পড়েন।
এদিকে শহরের কচাতলা এলাকাসংলগ্ন কাজী কামাল আহমেদ বাবুর বোনের বাসায় গিয়ে কথা হয় তাঁর সঙ্গে। সে সময় বাসার সামনে থাকা বাবুর বড় বোন জেসমিন বলেন, ‘আমরা ৯ ভাইবোন। আমি বড়। গতকাল বাবুকে কেন নিয়ে গেছে, তা আমি জানি না। সকালে বিষয়টি জানতে পেরেছি।’
তবে আক্তারুজ্জামান শাহীনের সঙ্গে বাবুর কী সম্পর্ক জানতে চাইলে তিনি বলেন, ‘শাহীন আমাদের মামাতো ভাই।’ এটা বলেই তিনিও বাড়ির ভেতরে ঢুকে গেট বন্ধ করে দেন।
বিষয়টি নিয়ে আক্তারুজ্জামান শাহীনের ভাই ও কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম বলেন, ‘আমরা বাবুর মামাতো ভাই। তবে খুব আপন সম্পর্কের না।’
জানতে চাইলে ঝিনাইদহ পুলিশ সুপার (এসপি) আজিম উল আহসান বলেন, ‘ঢাকা ডিবির একটা টিম এসেছিল। তারা কাজী কামাল আহমেদ বাবুকে নিয়ে গেছে। তবে কোন মামলা, কী ঘটনা—এসব বিষয়ে তারা কিছুই বলেনি। শুধু আমাদের জানিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি। আটক করা হয়েছে কি না, এমন তথ্যও তারা বলেনি।’
বিষয়টি নিয়ে এমপি আনার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের মোবাইল ফোনে কল করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। আমার কাছে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই।’
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আছাদ জানান, যেহেতু এটা তদন্তাধীন বিষয়। সুতরাং, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে নির্দিষ্ট কোনো তথ্য না আসলে কোনো মন্তব্য করা যাচ্ছে না।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে ঢাকা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার রাতের কোনো একসময় শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়। তবে কী কারণে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে, তা জানাতে পারেননি পরিবারের সদস্য ও জেলা পুলিশের কর্মকর্তারা।
এলাকায় গুঞ্জন শোনা যাচ্ছে, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিয়ে যাওয়া হতে পারে। বাবুর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, আনার হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন তাঁর মামাতো ভাই।
বাবুর স্ত্রী কাজী শিরিনা আফরোজ বলেন, ‘আমার স্বামীকে গতকাল ডিবি পুলিশ নিয়ে গেছে। তারা ঢাকা থেকে এসেছিল। তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম, কেন নিয়ে যাচ্ছেন। তারা শুধু বলেছে, তার সঙ্গে কিছু কথা আছে। এর বেশি কিছু জানি না এবং এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’ এ বলেই তিনি দ্রুতই পাশের এক আত্মীয়ের বাসায় ঢুকে পড়েন।
এদিকে শহরের কচাতলা এলাকাসংলগ্ন কাজী কামাল আহমেদ বাবুর বোনের বাসায় গিয়ে কথা হয় তাঁর সঙ্গে। সে সময় বাসার সামনে থাকা বাবুর বড় বোন জেসমিন বলেন, ‘আমরা ৯ ভাইবোন। আমি বড়। গতকাল বাবুকে কেন নিয়ে গেছে, তা আমি জানি না। সকালে বিষয়টি জানতে পেরেছি।’
তবে আক্তারুজ্জামান শাহীনের সঙ্গে বাবুর কী সম্পর্ক জানতে চাইলে তিনি বলেন, ‘শাহীন আমাদের মামাতো ভাই।’ এটা বলেই তিনিও বাড়ির ভেতরে ঢুকে গেট বন্ধ করে দেন।
বিষয়টি নিয়ে আক্তারুজ্জামান শাহীনের ভাই ও কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম বলেন, ‘আমরা বাবুর মামাতো ভাই। তবে খুব আপন সম্পর্কের না।’
জানতে চাইলে ঝিনাইদহ পুলিশ সুপার (এসপি) আজিম উল আহসান বলেন, ‘ঢাকা ডিবির একটা টিম এসেছিল। তারা কাজী কামাল আহমেদ বাবুকে নিয়ে গেছে। তবে কোন মামলা, কী ঘটনা—এসব বিষয়ে তারা কিছুই বলেনি। শুধু আমাদের জানিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি। আটক করা হয়েছে কি না, এমন তথ্যও তারা বলেনি।’
বিষয়টি নিয়ে এমপি আনার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের মোবাইল ফোনে কল করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। আমার কাছে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই।’
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আছাদ জানান, যেহেতু এটা তদন্তাধীন বিষয়। সুতরাং, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে নির্দিষ্ট কোনো তথ্য না আসলে কোনো মন্তব্য করা যাচ্ছে না।
নান্দাইলে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা এনামুলকে (৪৫) আটক করে পুলিশ।
২ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘ফেমডম সেশনের’ নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।
২ ঘণ্টা আগেশ্রম দেওয়া ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের প্রতিনিধিত্বের ব্যবস্থা বাংলাদেশের আইনে নেই। এ কারণে প্রচলিত আইনে শ্রমিকেরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছে। মহান মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর পরিবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গনে যুব বাঙালি আয়োজিত ‘মহান মে দিবসে ‘শ্রম-কর্ম...
৩ ঘণ্টা আগেনীলফামারী ইপিজেডে ভবনের ছাদ থেকে পড়ে বেলাল হোসেন (২৩) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার নীলফামারী উত্তরা ইপিজেডে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক বেলাল হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ থানার ভদ্রঘাটের নুরুজ্জামানের ছেলে।
৩ ঘণ্টা আগে