Ajker Patrika

অটোচালককে হত্যার পর মাটিচাপা, ২১ দিন পর লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১৯: ৫৫
অটোচালককে হত্যার পর মাটিচাপা, ২১ দিন পর লাশ উদ্ধার

কুষ্টিয়া সদর উপজেলার জগতি এলাকা থেকে নিখোঁজের ২১ দিন পর নাজির আহাম্মেদ হিরু নামে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কুষ্টিয়া শহরের বাণী সিনেমা হলের পেছনের একটি আমবাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। 

অটোচালক নাজির আহাম্মেদ হিরু কুষ্টিয়া সদর উপজেলার জগতি এলাকার বশির উদ্দিন মাস্টারের ছেলে। ৩ আগস্ট  দুপুরে খাওয়া শেষ করে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন হিরু। তার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে হিরুর নিখোঁজের বিষয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে তাঁর সন্ধান চেয়ে সাংবাদ সম্মেলন করে পরিবার। 

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পলাশ কান্তি নাথ বলেন, হিরু নিখোঁজের পর শহরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং প্রযুক্তির সহযোগিতায় জড়িত সন্দেহে তুষার নামে এক যুবককে আটক করে পুলিশ। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে হিরুকে হত্যা এবং তাঁর লাশ গুমের উদ্দেশ্যে মাটিচাপা দেওয়ার কথা স্বীকার করেন তুষার। 

আটক তুষারের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ৩ আগস্ট শহরের বাণী হল এলাকা থেকে মালামাল বহনের কথা বলে হিরুর অটোরিকশা ঠিক করেন তুষারের বোনের স্বামী এবং বারখাদা এলাকার নজরুল ইসলামের ছেলে জনি (২৮)। পরে জনির বাসা থেকে মালামাল নেওয়ার কথা বলে তাঁকে বাসায় নিয়ে যান। 

সেখানে জনি ও তুষার মিলে গলায় ফাঁস দিয়ে হত্যা করে হিরুকে। পরে হিরুর অটোরিকশা নিয়ে পাবনায় ৬৫ হাজার টাকায় বিক্রি করেন তুষার ও জনি। পাবনা থেকে ফিরে এসে হিরুর লাশ গুম করার উদ্দেশ্যে ওই আমবাগানে মাটিচাপা দেন তাঁরা। পরে তুষারের দেখিয়ে দেওয়া জায়গা থেকে হিরুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হিরুর পরিবারের পক্ষ থেকে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত