ইবি প্রতিনিধি
নিরাপদ খাবারসহ ৩টি দাবিতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের তালা দেন শিক্ষার্থীরা।
আন্দোলনের আড়াই ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের লোকজন ঘটনাস্থলে আসেন। এরপর শিক্ষার্থীদের আগামীকাল মঙ্গলবার প্রক্টরিয়াল বডির সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাব পেয়ে আন্দোলনকারীরা প্রক্টরিয়াল বডির আশ্বাসে আন্দোলন স্থগিত করে প্রধান ফটক ছেড়ে দেন।
আন্দোলনরত বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীদের দাবিগুলো হলো—নিম্নমানের খাবারের সমস্য নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি ও ধীর গতির ওয়াইফাই সংযোগের পরিবর্তন।
এদিকে প্রধান ফটক আটকে দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের বাসগুলো আটকে পড়ে। ফলে বিকেলের নির্ধারিত বাসগুলো ক্যাম্পাস থেকে বের হতে হতে পারেনি। নির্ধারিত সময়ে বাস না চলায় প্রায় এক হাজার সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ভোগান্তিতে পড়েন।
আন্দোলনকারীদের বাধা পেয়ে বিরক্তি প্রকাশ করে শিক্ষক-শিক্ষার্থীদের মেইন গেটের পাশের থানা গেট দিয়ে বের হতে দেখা গেছে। এ সময় তাঁদের চোখে-মুখে স্পষ্ট বিরক্তির ছাপ ছিল।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজা কুমার বলেন, ‘প্রতিদিন নির্ধারিত সময়ে বাস ছেড়ে যায়। আমরা মেসে গিয়ে খাওয়া-দাওয়া করি। আজকে বাস আটকে পড়ায় আমরা ভোগান্তিতে পড়েছি। পেটে ক্ষুধা, কাছে নেই টাকা।’
এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘বাস আটকে রেখে আন্দোলনের কোনো মানে হয় না। কোনো দাবি থাকলে কথা বলার জন্য নির্দিষ্ট সেল আছে। এভাবে সবাইকে ভোগান্তিতে ফেলা উচিত নয়। এটা এক প্রকার মানবাধিকার লঙ্ঘন। আমি মনে করি এটা সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখানো।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ‘আমরা সবাইকে জানিয়েছি বিষয়টা। আলোচনা করছি। আগামীকাল মঙ্গলবার সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসে সমাধানের পথ খোঁজা হবে।’
নিরাপদ খাবারসহ ৩টি দাবিতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের তালা দেন শিক্ষার্থীরা।
আন্দোলনের আড়াই ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের লোকজন ঘটনাস্থলে আসেন। এরপর শিক্ষার্থীদের আগামীকাল মঙ্গলবার প্রক্টরিয়াল বডির সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাব পেয়ে আন্দোলনকারীরা প্রক্টরিয়াল বডির আশ্বাসে আন্দোলন স্থগিত করে প্রধান ফটক ছেড়ে দেন।
আন্দোলনরত বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীদের দাবিগুলো হলো—নিম্নমানের খাবারের সমস্য নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি ও ধীর গতির ওয়াইফাই সংযোগের পরিবর্তন।
এদিকে প্রধান ফটক আটকে দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের বাসগুলো আটকে পড়ে। ফলে বিকেলের নির্ধারিত বাসগুলো ক্যাম্পাস থেকে বের হতে হতে পারেনি। নির্ধারিত সময়ে বাস না চলায় প্রায় এক হাজার সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ভোগান্তিতে পড়েন।
আন্দোলনকারীদের বাধা পেয়ে বিরক্তি প্রকাশ করে শিক্ষক-শিক্ষার্থীদের মেইন গেটের পাশের থানা গেট দিয়ে বের হতে দেখা গেছে। এ সময় তাঁদের চোখে-মুখে স্পষ্ট বিরক্তির ছাপ ছিল।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজা কুমার বলেন, ‘প্রতিদিন নির্ধারিত সময়ে বাস ছেড়ে যায়। আমরা মেসে গিয়ে খাওয়া-দাওয়া করি। আজকে বাস আটকে পড়ায় আমরা ভোগান্তিতে পড়েছি। পেটে ক্ষুধা, কাছে নেই টাকা।’
এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘বাস আটকে রেখে আন্দোলনের কোনো মানে হয় না। কোনো দাবি থাকলে কথা বলার জন্য নির্দিষ্ট সেল আছে। এভাবে সবাইকে ভোগান্তিতে ফেলা উচিত নয়। এটা এক প্রকার মানবাধিকার লঙ্ঘন। আমি মনে করি এটা সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখানো।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ‘আমরা সবাইকে জানিয়েছি বিষয়টা। আলোচনা করছি। আগামীকাল মঙ্গলবার সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসে সমাধানের পথ খোঁজা হবে।’
নিহত গৃহবধূর ফুপা শামসুদ্দোহা খানের ভাষ্য, গতকাল বুধবার রাত ২টার দিকে সিফাত আলী তাঁর শাশুড়ি নাজমা বেগমকে ফোন করে বলেন, ‘কেয়া খুবই অসুস্থ।’ এরপর স্বামীসহ দ্রুত ওই বাসায় পৌঁছান নাজমা বেগম। সেখানে গিয়ে তাঁরা দেখেন, কেয়াকে নিয়ে পান্থপথের বিআরবি হাসপাতালে যাচ্ছেন সিফাত। হাসপাতালে পৌঁছার পর এক...
২ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলা কারাগারের এক হাজতি মারা গেছেন। তাঁর নাম সামির খান (২৫)। আজ শুক্রবার সকাল ৮টার দিকে তিনি মারা যান। সামির খান আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের দগরিসার গ্রামের আলম খানের ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়
৪ মিনিট আগেশেখ মুজিবুর রহমানকে হত্যার ৫০তম বার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরায় শোকসভা করার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার পলাশতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
২৮ মিনিট আগেদগ্ধ ব্যক্তিরা হলেন ওই ভবনের বাসাভাড়া নিয়ে থাকা গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার বান্ধাবাড়ী গ্রামের সবুজ শেখ (৪২), দুই ছেলে রবিউল শেখ (১৯), রমজান শেখ (১৩), দুই মেয়ে তাসনিয়া (৬) তাসফিয়া (২) ও বোন ঝুমুর বেগম (৩৮) এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরনাজিমউদ্দিন গ্রামের আব্বাস উদ্দীন (৩৯)।
৩৬ মিনিট আগে