Ajker Patrika

সোহাগ হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

মাগুরা প্রতিনিধি 
আপডেট : ১২ জুলাই ২০২৫, ১৪: ৫৮
সোহাগ হত্যার প্রতিবাদে আজ দুপুরে মাগুরা জেলার সকল ছাত্র-জনতা ব্যানারে শহরের সরকারি কলেজ এলাকা থেকে মিছিল বের হয়। ছবি: আজকের পত্রিকা
সোহাগ হত্যার প্রতিবাদে আজ দুপুরে মাগুরা জেলার সকল ছাত্র-জনতা ব্যানারে শহরের সরকারি কলেজ এলাকা থেকে মিছিল বের হয়। ছবি: আজকের পত্রিকা

মিডফোর্ড হাসপাতাল এলাকার ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে মাগুরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) দুপুরে “মাগুরা জেলার সকল ছাত্র-জনতা” ব্যানারে শহরের সরকারি কলেজ এলাকা থেকে মিছিলটি বের হয়ে চৌরঙ্গী মোড় হয়ে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ ঘিরে কলেজ ও ভায়না এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

মিছিলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ-তরুণীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন বলেন, ‘ব্যবসায়ী সোহাগকে যেভাবে আদিম কায়দায় হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

তাঁরা বলেন, ‘এই বাংলায় চাঁদাবাজদের ঠাঁই নেই। যারা চাঁদাবাজি করে সাধারণ মানুষের শান্তি নষ্ট করছে, তাদের কঠোরভাবে দমন করতে হবে। না হলে দেশে আরও অরাজকতা তৈরি হবে।’

বক্তারা সরকারের উদ্দেশে বলেন, দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। ব্যবসায়ী, শিক্ষার্থী কিংবা সাধারণ মানুষ—কেউ যেন কোনো ধরনের সহিংসতার শিকার না হয়, সেই ব্যবস্থা নিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত