যশোর প্রতিনিধি
যশোর সদরে উপজেলা নির্বাচনী সহিংসতায় চেয়ারম্যান পদপ্রার্থীর আহত কর্মী সাকিব হোসেন (১৮) চিকিৎসাধীন অবস্থান মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত সাকিব সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়া এলাকার মজনু মিয়ার ছেলে।
গত ৫ জুন অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন বিপুলের কর্মী ছিলেন সাকিব হোসেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে আজ শুক্রবার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
নিহত সাকিবের মামা শহিদ রহমান বলেন, গত বুধবার সন্ধ্যায় চাঁচড়ায় বিজয়ী চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদুল চাকলাদার ফন্টুর কর্মী-সমর্থকেরা বিজয় মিছিল বের করেন। এ সময় দোয়াত-কলমের পাঁচ-ছয়জন কর্মী তাঁদের ওপর হামলা চালান। তাতে কয়েকজন ছুরিকাঘাতে আহত হন। এ সময় স্থানীয় জনতা তাঁদের ধাওয়া করে। কিন্তু সাকিব পালাতে পারেননি। তিনি পিটুনিতে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়।
শহিদ রহমান আরও বলেন, অ্যাম্বুলেন্সযোগে সাকিবকে ঢাকায় নেওয়া হয়। কিন্তু দালাল চক্রের খপ্পরে পড়েন তাঁর স্বজনেরা। তাদের প্ররোচনায় সাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে না নিয়ে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল বৃহস্পতিবার দুপুরে সাকিবের মৃত্যু হয়।
এদিকে সাকিবের মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়াতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছে।
এ বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, নির্বাচন নয়, পুরোনো বিরোধের কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য সাকিবের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার এখনো কোনো অভিযোগ দেয়নি। বিষয়টি পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
যশোর সদরে উপজেলা নির্বাচনী সহিংসতায় চেয়ারম্যান পদপ্রার্থীর আহত কর্মী সাকিব হোসেন (১৮) চিকিৎসাধীন অবস্থান মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত সাকিব সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়া এলাকার মজনু মিয়ার ছেলে।
গত ৫ জুন অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন বিপুলের কর্মী ছিলেন সাকিব হোসেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে আজ শুক্রবার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
নিহত সাকিবের মামা শহিদ রহমান বলেন, গত বুধবার সন্ধ্যায় চাঁচড়ায় বিজয়ী চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদুল চাকলাদার ফন্টুর কর্মী-সমর্থকেরা বিজয় মিছিল বের করেন। এ সময় দোয়াত-কলমের পাঁচ-ছয়জন কর্মী তাঁদের ওপর হামলা চালান। তাতে কয়েকজন ছুরিকাঘাতে আহত হন। এ সময় স্থানীয় জনতা তাঁদের ধাওয়া করে। কিন্তু সাকিব পালাতে পারেননি। তিনি পিটুনিতে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়।
শহিদ রহমান আরও বলেন, অ্যাম্বুলেন্সযোগে সাকিবকে ঢাকায় নেওয়া হয়। কিন্তু দালাল চক্রের খপ্পরে পড়েন তাঁর স্বজনেরা। তাদের প্ররোচনায় সাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে না নিয়ে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল বৃহস্পতিবার দুপুরে সাকিবের মৃত্যু হয়।
এদিকে সাকিবের মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়াতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছে।
এ বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, নির্বাচন নয়, পুরোনো বিরোধের কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য সাকিবের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার এখনো কোনো অভিযোগ দেয়নি। বিষয়টি পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতার জাল সনদ দিয়ে বিদ্যালয়ের সভাপতি হয়েছিলেন রাজশাহীর বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম ওরফে তফি। পরে শিক্ষা বোর্ডের তদন্তে তাঁর জাল সনদের বিষয়টি ধরা পড়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর সভাপতির পদ বাতিল করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ...
১ মিনিট আগেআদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৮ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৯ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৫ মিনিট আগে