Ajker Patrika

জোয়ারের পানিতে দুবলারচর প্লাবিত, জলোচ্ছ্বাসের আশঙ্কা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৫: ৫১
জোয়ারের পানিতে দুবলারচর প্লাবিত, জলোচ্ছ্বাসের আশঙ্কা

বঙ্গোপসাগরে চলছে ৩ নম্বর সতর্কসংকেত। এর প্রভাবে সৃষ্ট ঝোড়ো হাওয়া ও প্রবল ঢেউয়ের কারণে ফিশিং বোটগুলো সুন্দরবনসহ উপকূলের নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। অন্যদিকে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়েও ৩ ফুট বেশি বেড়ে দুবলার চর প্লাবিত হয়েছে। 

আজ রোববার দুবলারচরের মানিকখালী খালে আশ্রয় নেওয়া ফিশিং বোট এফবি সাব্বিরের মাঝি আবু হানিফ বলেন, ‘গতকাল শনিবার দুপুরের পর থেকে আবহাওয়া খারাপ হওয়ায় সাগরে মাছ ধরা বন্ধ রাখা হয়েছে। আমরা সুন্দরবনের মানিকখালী খালের মধ্যে নিরাপদে আশ্রয় নিয়েছি। এখানে আরও ফিশিং বোট আশ্রয় নিয়েছে। জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বাড়ছে। এতে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।’

বাংলাদেশ ফিশিং ট্রলার মালিক সমিতির সহসভাপতি ও শরণখোলার মৎস্য ব্যবসায়ী এম সাইফুল ইসলাম খোকন বলেন, এক সপ্তাহের মধ্যে আবহাওয়া দুই দফায় খারাপ হওয়ায় জেলে-মৎস্যজীবীরা দুর্ভোগে পড়েছেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ মজুমদার জানান, সাগরের অবস্থা খুবই খারাপ। প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বড় বড় ঢেউ হচ্ছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে তিন ফুট বেশি বেড়ে দুবলারচর প্লাবিত হয়েছে। এতে অনেক ফিশিং বোট দুবলার চরের ভেদাখালী, ভাঙাখাল, মানিকখালীসহ বিভিন্ন খালের মধ্যে নিরাপদে আশ্রয় নিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত