ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় গত প্রায় এক সপ্তাহ ধরে থানায় নেই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পরিদর্শক (তদন্ত) ও ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার। এই তিনটি পদ শূন্য থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা রক্ষায় দেখা দিয়েছে স্থবিরতা। চুরি-অপরাধ বেড়ে যাচ্ছে। সেবা নিতে আসা সাধারণ মানুষ হয়রানি ও বিপাকে পড়ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা ভেড়ামারা থানায় যোগদান করেন। দেড় মাসের মাথায় গত ৫ নভেম্বর তিনি ডিএমপিতে বদলি হয়ে চলে যান। একই তারিখে পরিদর্শক (তদন্ত) নান্নু খান বগুড়ায় বদলি হয়ে চলে যান। এদিকে এর আগে ভেড়ামারা-দৌলতপুর সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত বদলিজনিত কারণে ১ অক্টোবর ঢাকা দুদকে বদলি হয়ে বিদায় নেন। এই পদে এখন অতিরিক্ত দায়িত্ব পালন করছেন মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমল হোসেন।
এই তিন কর্মকর্তার বিদায়ের পর কেউই এখন পর্যন্ত এসব পদে যোগদান করেননি। বর্তমানে থানার উপপরিদর্শক (এসআই) প্রতাপ কুমার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনিও দুই মাস আগে এ থানায় যোগদান করেছেন।
ভেড়ামারা ডাকবাংলো সুপার মার্কেটের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম মিলন বলেন, ‘গত প্রায় এক সপ্তাহ থেকে থানার গুরুত্বপূর্ণ তিন কর্মকর্তা নেই। সম্প্রতি সময়ে একটি হত্যাকাণ্ডসহ আরও দুটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। সেই সব এলাকায় এখনো উত্তেজনা রয়েছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে দ্রুত গুরুত্বপূর্ণ শূন্য পদে যোগদান জরুরি।’
তিনি আরও বলেন, ‘অনেকে অভিযোগ করছেন ওসি না থাকায় দায়িত্ব পালনকারী কর্মকর্তা সাধারণ মানুষের ফোন রিসিভ করছেন না। শুধুমাত্র গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছাড়া। সেবা প্রাপ্তিতে ভোগান্তি বাড়ছে ভুক্তভোগীর।’
এ বিষয়ে থানায় দায়িত্ব পালনকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) প্রতাপ কুমারকে একাধিক বার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
জেলা পরিষদের সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল বলেন, ‘ভেড়ামারা থানার পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ তিনটি পদে এখন কেউ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি যে স্বাভাবিক রয়েছে, তা বজায় রাখতে দ্রুত এসব পদে যোগদান জরুরি।’
এ বিষয়ে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমল হোসেন। তিনি বলেন, ‘ভেড়ামারা থানা গুরুত্বপূর্ণ জায়গা। আশা করি এসব শূন্য পদের কর্মকর্তারা কয়েক দিনের মধ্যে চলে আসবেন।’
কুষ্টিয়ার ভেড়ামারায় গত প্রায় এক সপ্তাহ ধরে থানায় নেই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পরিদর্শক (তদন্ত) ও ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার। এই তিনটি পদ শূন্য থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা রক্ষায় দেখা দিয়েছে স্থবিরতা। চুরি-অপরাধ বেড়ে যাচ্ছে। সেবা নিতে আসা সাধারণ মানুষ হয়রানি ও বিপাকে পড়ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা ভেড়ামারা থানায় যোগদান করেন। দেড় মাসের মাথায় গত ৫ নভেম্বর তিনি ডিএমপিতে বদলি হয়ে চলে যান। একই তারিখে পরিদর্শক (তদন্ত) নান্নু খান বগুড়ায় বদলি হয়ে চলে যান। এদিকে এর আগে ভেড়ামারা-দৌলতপুর সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত বদলিজনিত কারণে ১ অক্টোবর ঢাকা দুদকে বদলি হয়ে বিদায় নেন। এই পদে এখন অতিরিক্ত দায়িত্ব পালন করছেন মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমল হোসেন।
এই তিন কর্মকর্তার বিদায়ের পর কেউই এখন পর্যন্ত এসব পদে যোগদান করেননি। বর্তমানে থানার উপপরিদর্শক (এসআই) প্রতাপ কুমার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনিও দুই মাস আগে এ থানায় যোগদান করেছেন।
ভেড়ামারা ডাকবাংলো সুপার মার্কেটের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম মিলন বলেন, ‘গত প্রায় এক সপ্তাহ থেকে থানার গুরুত্বপূর্ণ তিন কর্মকর্তা নেই। সম্প্রতি সময়ে একটি হত্যাকাণ্ডসহ আরও দুটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। সেই সব এলাকায় এখনো উত্তেজনা রয়েছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে দ্রুত গুরুত্বপূর্ণ শূন্য পদে যোগদান জরুরি।’
তিনি আরও বলেন, ‘অনেকে অভিযোগ করছেন ওসি না থাকায় দায়িত্ব পালনকারী কর্মকর্তা সাধারণ মানুষের ফোন রিসিভ করছেন না। শুধুমাত্র গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছাড়া। সেবা প্রাপ্তিতে ভোগান্তি বাড়ছে ভুক্তভোগীর।’
এ বিষয়ে থানায় দায়িত্ব পালনকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) প্রতাপ কুমারকে একাধিক বার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
জেলা পরিষদের সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল বলেন, ‘ভেড়ামারা থানার পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ তিনটি পদে এখন কেউ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি যে স্বাভাবিক রয়েছে, তা বজায় রাখতে দ্রুত এসব পদে যোগদান জরুরি।’
এ বিষয়ে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমল হোসেন। তিনি বলেন, ‘ভেড়ামারা থানা গুরুত্বপূর্ণ জায়গা। আশা করি এসব শূন্য পদের কর্মকর্তারা কয়েক দিনের মধ্যে চলে আসবেন।’
বরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
১ সেকেন্ড আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৭ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১০ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৮ মিনিট আগে