বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে আগ্নেয়াস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে রামপাল উপজেলার ফয়লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাঁদের। গ্রেপ্তারের পর জানা যায়, খুলনার নগরীর দীঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আরিফ হত্যা মামলার আসামি তাঁরা।
এ সময় তাঁদের কাছ থেকে ২টি লোহার তৈরি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি, ৫টি স্মার্ট মোবাইল ফোন, ৩টি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার তোহিদুল আরিফ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—খুলনা দৌলতপুর থানার মহেশ্বরপাশার বনিকপাড়া এলাকার মতলেব শেখের ছেলে হুমায়ুন কবির হুমা (৩৬), রমজান ঢালীর ছেলে ইসতিয়াক শাহরিয়ার (২৩), ক্রসরোড এলাকার কাজী নুরুল ইসলামের ছেলে কাজী রায়হান (২১), ঘোষপাড়া এলাকার ওবায়দুর রহমানের ছেলে মো. আসিফ মোল্লা (২০), বুচিতলা এলাকার আলমগীরের ছেলে মো. ইমন হাওলাদার (২১)।
পুলিশ সুপার তোহিদুল আরিফ বলেন, জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন তারা আরিফ হত্যার সঙ্গে জড়িত। তারা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সেটি পরে জানা গেছে। তারা আর কোনো অপরাধের সঙ্গে জড়িত কিনা এবং বাগেরহাটে কোনো কিলিং মিশন পরিচালনার জন্য এসেছিল কিনা সে বিষয়ে তদন্ত করা হবে। আসামিদের আদালতের সোপর্দের পরে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২৪ জুন রাত পৌনে ১২টার দিকে খুলনা নগরীর কুয়েট-তেলিগাতি সড়কের কুয়েট পকেট গেটের সামনে সাবেক ইউপি সদস্য আরিফকে গুলি করে হত্যা করা হয়। আরিফ দীঘলিয়া উপজেলার যোগীপোল ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও নগরীর ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।
তিনি কুয়েট গেট এলাকার আমির হোসেনের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা সিআইডির অবসরপ্রাপ্ত কর্মকর্তা আমীর হোসেন বাদী হয়ে নগরীর আড়ংঘাটা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন।
বাগেরহাটে আগ্নেয়াস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে রামপাল উপজেলার ফয়লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাঁদের। গ্রেপ্তারের পর জানা যায়, খুলনার নগরীর দীঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আরিফ হত্যা মামলার আসামি তাঁরা।
এ সময় তাঁদের কাছ থেকে ২টি লোহার তৈরি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি, ৫টি স্মার্ট মোবাইল ফোন, ৩টি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার তোহিদুল আরিফ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—খুলনা দৌলতপুর থানার মহেশ্বরপাশার বনিকপাড়া এলাকার মতলেব শেখের ছেলে হুমায়ুন কবির হুমা (৩৬), রমজান ঢালীর ছেলে ইসতিয়াক শাহরিয়ার (২৩), ক্রসরোড এলাকার কাজী নুরুল ইসলামের ছেলে কাজী রায়হান (২১), ঘোষপাড়া এলাকার ওবায়দুর রহমানের ছেলে মো. আসিফ মোল্লা (২০), বুচিতলা এলাকার আলমগীরের ছেলে মো. ইমন হাওলাদার (২১)।
পুলিশ সুপার তোহিদুল আরিফ বলেন, জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন তারা আরিফ হত্যার সঙ্গে জড়িত। তারা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সেটি পরে জানা গেছে। তারা আর কোনো অপরাধের সঙ্গে জড়িত কিনা এবং বাগেরহাটে কোনো কিলিং মিশন পরিচালনার জন্য এসেছিল কিনা সে বিষয়ে তদন্ত করা হবে। আসামিদের আদালতের সোপর্দের পরে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২৪ জুন রাত পৌনে ১২টার দিকে খুলনা নগরীর কুয়েট-তেলিগাতি সড়কের কুয়েট পকেট গেটের সামনে সাবেক ইউপি সদস্য আরিফকে গুলি করে হত্যা করা হয়। আরিফ দীঘলিয়া উপজেলার যোগীপোল ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও নগরীর ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।
তিনি কুয়েট গেট এলাকার আমির হোসেনের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা সিআইডির অবসরপ্রাপ্ত কর্মকর্তা আমীর হোসেন বাদী হয়ে নগরীর আড়ংঘাটা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ৬ লাখ ৭৯ হাজার টাকার ৮৮৭.৫০ গ্রাম স্বর্ণসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সালেহ ফয়সাল (২৭), মনিরুল ইসলাম (৩৪) ও মাসুম রানা (৩২)।
৪৩ মিনিট আগেএশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরামর্শকদের পরামর্শ উপেক্ষা করে রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্পে নিম্নমানের কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। এডিবির অর্থায়নে ৩৩৪ কোটি টাকার এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পাঁচটি প্যাকেজের আওতায় প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে একটি হল
১ ঘণ্টা আগেনোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে দুটি অবৈধ পলিথিন কারখানাকে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৪ হাজার ১৭৯ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়।
২ ঘণ্টা আগেরাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে থাকা তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছিল। আজ রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
২ ঘণ্টা আগে