Ajker Patrika

খুলনায় ইউপি সদস্য হত্যা: ৫ আসামি বাগেরহাটে গ্রেপ্তার 

বাগেরহাট প্রতিনিধি
খুলনায় ইউপি সদস্য হত্যা: ৫ আসামি বাগেরহাটে গ্রেপ্তার 

বাগেরহাটে আগ্নেয়াস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে রামপাল উপজেলার ফয়লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাঁদের। গ্রেপ্তারের পর জানা যায়, খুলনার নগরীর দীঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আরিফ হত্যা মামলার আসামি তাঁরা। 

এ সময় তাঁদের কাছ থেকে ২টি লোহার তৈরি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি, ৫টি স্মার্ট মোবাইল ফোন, ৩টি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। 

আজ বৃহস্পতিবার বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার তোহিদুল আরিফ। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—খুলনা দৌলতপুর থানার মহেশ্বরপাশার বনিকপাড়া এলাকার মতলেব শেখের ছেলে হুমায়ুন কবির হুমা (৩৬), রমজান ঢালীর ছেলে ইসতিয়াক শাহরিয়ার (২৩), ক্রসরোড এলাকার কাজী নুরুল ইসলামের ছেলে কাজী রায়হান (২১), ঘোষপাড়া এলাকার ওবায়দুর রহমানের ছেলে মো. আসিফ মোল্লা (২০), বুচিতলা এলাকার আলমগীরের ছেলে মো. ইমন হাওলাদার (২১)। 

পুলিশ সুপার তোহিদুল আরিফ বলেন, জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন তারা আরিফ হত্যার সঙ্গে জড়িত। তারা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সেটি পরে জানা গেছে। তারা আর কোনো অপরাধের সঙ্গে জড়িত কিনা এবং বাগেরহাটে কোনো কিলিং মিশন পরিচালনার জন্য এসেছিল কিনা সে বিষয়ে তদন্ত করা হবে। আসামিদের আদালতের সোপর্দের পরে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি। 

উল্লেখ্য, গত ২৪ জুন রাত পৌনে ১২টার দিকে খুলনা নগরীর কুয়েট-তেলিগাতি সড়কের কুয়েট পকেট গেটের সামনে সাবেক ইউপি সদস্য আরিফকে গুলি করে হত্যা করা হয়। আরিফ দীঘলিয়া উপজেলার যোগীপোল ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও নগরীর ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ছিলেন। 

তিনি কুয়েট গেট এলাকার আমির হোসেনের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা সিআইডির অবসরপ্রাপ্ত কর্মকর্তা আমীর হোসেন বাদী হয়ে নগরীর আড়ংঘাটা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত