Ajker Patrika

সৎ বাবার হাতে ধর্ষণের শিকার ৩ বছরের শিশু

সৎ বাবার হাতে ধর্ষণের শিকার ৩ বছরের শিশু

যশোরের মনিরামপুরে সৎ বাবার হাতে ৩ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে আজ শুক্রবার দুপুরে সৎ বাবা কুদ্দুস হোসেনের (২৭) বিরুদ্ধে মনিরামপুর থানায় মামলা করেছেন। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুয়াদা জামজামি এলাকায় একটি গভীর সেচপাম্প ঘরে ধর্ষণের শিকার হয় শিশুটি। 

এদিকে শিশু ধর্ষণের খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়দের হাতে মারপিটের শিকার হন ধর্ষক কুদ্দুস হোসেন। তাকে ও শিশুটিকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুদ্দুস হোসেন যশোর সদর উপজেলার ডহরসিঙা গ্রামের শুকুর আলীর ছেলে। 

মামলায় বাদী উল্লেখ করেন, প্রথম স্বামীকে তালাক দিয়ে দুই মাস আগে তিনি কুদ্দুস হোসেনকে বিয়ে করেন। ১ম স্বামীর ঘরে বাদীর ৩ বছরের একটি মেয়ে রয়েছে। গত বুধবার মেয়েটিকে সঙ্গে নিয়ে বাদী বর্তমান স্বামীর কুয়াদা বাজারের ভাড়া বাসায় ওঠেন। এরপর বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে ভাড়া বাড়ির ছাদে নেওয়ার কথা বলে বাইরে নিয়ে যায় কুদ্দুস হোসেন। পরে মাঠে নিজেদের গভীর সেচপাম্পের ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। 

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আল ইমরান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের ঘটনা জানাজানি হলে এলাকার লোকজন আসামিকে মারপিট করে যশোর সদর হাসপাতালে পাঠিয়েছেন। আমরা আসামিকে গ্রেপ্তার করেছি। আসামি ও শিশুটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত