Ajker Patrika

চিত্রার ভাঙনের মুখে বসতঘর, আতঙ্কে নদীতীরের মানুষ

নড়াইল প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১: ৪৩
চিত্রার ভাঙনের মুখে বসতঘর, আতঙ্কে নদীতীরের মানুষ

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের ধোন্দা গ্রামে চিত্রা নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। হুমকিতে পড়েছে কয়েকটি বসতঘর ও নদীতীরের গাছপালা। এতে আতঙ্কে আছে স্থানীয় বাসিন্দারা। ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। 

সরেজমিনে জানা গেছে, কয়েক দিন আগের ভারী বৃষ্টি ও চিত্রার তীব্র স্রোতের কারণে নদীতীরে ভাঙন শুরু হয়েছে। ধোন্দা গ্রামের মো. হারুন শেখের বাড়িসহ বেশ কয়েকটি বসতভিটা, মেহগনি বাগান, গাছপালা ভাঙনের মুখে পড়েছে। ভাঙনের হুমকিতে রয়েছে গ্রামের মধ্য দিয়ে চলা নড়াইল-মাগুরা সড়ক। 

ধোন্দা গ্রামের মো. হারুন শেখ বলেন, ‘ভাঙনে বসতভিটার একটা অংশ নদীতে বিলীন হয়ে গেছে। এই ভাঙন অব্যাহত থাকলে আমার পুরো পাকাঘর নদীগর্ভে চলে যাবে।’ 

মো. ইমরান নামের ধোন্দা গ্রামের আরেক বাসিন্দা বলেন, ‘নদীভাঙন থেকে রক্ষা পেতে সরকারের কাছে অনেক দিন ধরে আবেদন করে আসছিলাম। এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যেকোনো সময় আমাদের বাড়িঘর নদীতে বিলীন হয়ে যেতে পারে। এখন খুব আতঙ্কের মধ্যে আছি।’ 

নড়াইলের শাহবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান বলেন, ‘চিত্রা নদীতে আগে এমন ভাঙন দেখা যায়নি। এখন ধোন্দা গ্রামের পাশে চিত্রা নদীতে যেভাবে ভাঙন দেখা দিয়েছে, তাতে আস্তে আস্তে ভয়ংকর রূপ নিচ্ছে। এভাবে ভাঙন চলতে থাকলে গ্রামের বেশ কয়েকটি বাড়িঘর অস্তিত্বের সংকটে পড়বে। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা আশ্বস্ত করেছে খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।’ 

নড়াইল পাউবোর নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন বলেন, ‘নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য প্রকল্প প্রস্তুত করে অনুমোদনের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রকল্প পাস হয়ে এলে দ্রুতই কাজ শুরু করা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত