নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের ধোন্দা গ্রামে চিত্রা নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। হুমকিতে পড়েছে কয়েকটি বসতঘর ও নদীতীরের গাছপালা। এতে আতঙ্কে আছে স্থানীয় বাসিন্দারা। ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
সরেজমিনে জানা গেছে, কয়েক দিন আগের ভারী বৃষ্টি ও চিত্রার তীব্র স্রোতের কারণে নদীতীরে ভাঙন শুরু হয়েছে। ধোন্দা গ্রামের মো. হারুন শেখের বাড়িসহ বেশ কয়েকটি বসতভিটা, মেহগনি বাগান, গাছপালা ভাঙনের মুখে পড়েছে। ভাঙনের হুমকিতে রয়েছে গ্রামের মধ্য দিয়ে চলা নড়াইল-মাগুরা সড়ক।
ধোন্দা গ্রামের মো. হারুন শেখ বলেন, ‘ভাঙনে বসতভিটার একটা অংশ নদীতে বিলীন হয়ে গেছে। এই ভাঙন অব্যাহত থাকলে আমার পুরো পাকাঘর নদীগর্ভে চলে যাবে।’
মো. ইমরান নামের ধোন্দা গ্রামের আরেক বাসিন্দা বলেন, ‘নদীভাঙন থেকে রক্ষা পেতে সরকারের কাছে অনেক দিন ধরে আবেদন করে আসছিলাম। এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যেকোনো সময় আমাদের বাড়িঘর নদীতে বিলীন হয়ে যেতে পারে। এখন খুব আতঙ্কের মধ্যে আছি।’
নড়াইলের শাহবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান বলেন, ‘চিত্রা নদীতে আগে এমন ভাঙন দেখা যায়নি। এখন ধোন্দা গ্রামের পাশে চিত্রা নদীতে যেভাবে ভাঙন দেখা দিয়েছে, তাতে আস্তে আস্তে ভয়ংকর রূপ নিচ্ছে। এভাবে ভাঙন চলতে থাকলে গ্রামের বেশ কয়েকটি বাড়িঘর অস্তিত্বের সংকটে পড়বে। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা আশ্বস্ত করেছে খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।’
নড়াইল পাউবোর নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন বলেন, ‘নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য প্রকল্প প্রস্তুত করে অনুমোদনের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রকল্প পাস হয়ে এলে দ্রুতই কাজ শুরু করা যাবে।’
নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের ধোন্দা গ্রামে চিত্রা নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। হুমকিতে পড়েছে কয়েকটি বসতঘর ও নদীতীরের গাছপালা। এতে আতঙ্কে আছে স্থানীয় বাসিন্দারা। ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
সরেজমিনে জানা গেছে, কয়েক দিন আগের ভারী বৃষ্টি ও চিত্রার তীব্র স্রোতের কারণে নদীতীরে ভাঙন শুরু হয়েছে। ধোন্দা গ্রামের মো. হারুন শেখের বাড়িসহ বেশ কয়েকটি বসতভিটা, মেহগনি বাগান, গাছপালা ভাঙনের মুখে পড়েছে। ভাঙনের হুমকিতে রয়েছে গ্রামের মধ্য দিয়ে চলা নড়াইল-মাগুরা সড়ক।
ধোন্দা গ্রামের মো. হারুন শেখ বলেন, ‘ভাঙনে বসতভিটার একটা অংশ নদীতে বিলীন হয়ে গেছে। এই ভাঙন অব্যাহত থাকলে আমার পুরো পাকাঘর নদীগর্ভে চলে যাবে।’
মো. ইমরান নামের ধোন্দা গ্রামের আরেক বাসিন্দা বলেন, ‘নদীভাঙন থেকে রক্ষা পেতে সরকারের কাছে অনেক দিন ধরে আবেদন করে আসছিলাম। এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যেকোনো সময় আমাদের বাড়িঘর নদীতে বিলীন হয়ে যেতে পারে। এখন খুব আতঙ্কের মধ্যে আছি।’
নড়াইলের শাহবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান বলেন, ‘চিত্রা নদীতে আগে এমন ভাঙন দেখা যায়নি। এখন ধোন্দা গ্রামের পাশে চিত্রা নদীতে যেভাবে ভাঙন দেখা দিয়েছে, তাতে আস্তে আস্তে ভয়ংকর রূপ নিচ্ছে। এভাবে ভাঙন চলতে থাকলে গ্রামের বেশ কয়েকটি বাড়িঘর অস্তিত্বের সংকটে পড়বে। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা আশ্বস্ত করেছে খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।’
নড়াইল পাউবোর নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন বলেন, ‘নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য প্রকল্প প্রস্তুত করে অনুমোদনের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রকল্প পাস হয়ে এলে দ্রুতই কাজ শুরু করা যাবে।’
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এ দেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমর
১০ মিনিট আগেবগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
১৮ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
২১ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
১ ঘণ্টা আগে