Ajker Patrika

পরিচয়পত্র ছাড়া প্রিজাইডিং কর্মকর্তা, সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার

বাগেরহাট প্রতিনিধি
পরিচয়পত্র ছাড়া প্রিজাইডিং কর্মকর্তা, সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার

ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা মো. মিজানুর রহমান শেখের নেই পরিচয়পত্র। কেন্দ্রের ভোট কক্ষে থাকা পোলিং অফিসার ও এজেন্টদের অধিকাংশের পরিচয়পত্র ছিল না। বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউপি নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কালেখার বেড় প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ওই কেন্দ্রে প্রবেশের সময় সংবাদকর্মীদের বাঁধা দেন মিজানুর রহমান। এ সময় সংবাদকর্মীরা তাঁর পরিচয় জানতে চাইলে নিজেকে প্রিজাইডিং অফিসার বলে পরিচয় দেন। কিন্তু তখন তাঁর কাছে প্রিজাইডিং অফিসার হিসেবে রিটার্নিং কর্মকর্তা থেকে দেওয়া কোন পরিচয়পত্র ছিল না। সংবাদকর্মীরা তাঁর পরিচয়পত্র চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে আরও বেশি রূঢ় আচরণ করেন। একপর্যায়ে তিনি নিজের কক্ষে প্রবেশ করেন। কক্ষে থাকা একটি আলমারি থেকে সাদা পরিচয়পত্র বের করেন। নিজ হাতে ফাঁকা পরিচয়পত্রে নিজের নাম ঠিকানা লেখেন। ওই ফাঁকা পরিচয়পত্রে রিটার্নিং কর্মকর্তার সিল স্বাক্ষরও ছিল না। 

 সীল-স্বাক্ষর ছাড়া সাদা পরিচয়পত্র কেন, জানতে চাইলে একপর্যায়ে সাংবাদিকদের কাছে তিনি ক্ষমা চান। পরে এই কেন্দ্রের খোঁজ নিয়ে দেখা যায়, ভোটকক্ষে থাকা পোলিং অফিসার ও এজেন্টদের অধিকাংশের পরিচয়পত্র ছিল না। 

পরিচয়পত্র না থাকার কথা স্বীকার করে প্রিজাইডিং কর্মকর্তা মো. মিজানুর রহমান শেখ বলেন, সকালে এসে ব্যস্ত হয়ে পড়ায় সবাইকে পরিচয়পত্র দিতে পারিনি। আপনারা এসব নিয়ে কথা বইলেন না। 

রামপাল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, বিষয়টি জেনে আমি ঘটনাস্থলে এসেছি। পরিচয়পত্র না থাকার বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তবে মো. মিজানুর রহমান ওই কেন্দ্রের বৈধ কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত