Ajker Patrika

মোজামের আয়ের একমাত্র সম্বল গেল চুরি

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ২১: ৪৩
মোজামের আয়ের একমাত্র সম্বল গেল চুরি

মোজাম বিশ্বাস (৫২)। পেশায় ভ্যানচালক। তাঁর আয়ের একমাত্র সম্বল সেই ভ্যানটিও গতকাল মঙ্গলবার সকালে চুরি গেছে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। এখন কিস্তি আর প্রতিদিনের খাবার জোটাতে চরম বিপাকে পড়েছেন তিনি। এ ব্যাপারে থানায় জিডি হয়েছে। 

ভুক্তভোগী মোজাম বিশ্বাস বলেন, ‘মঙ্গলবার বেলা ১১টার দিকে একজন যাত্রী নিয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। এরপর তাকে নামিয়ে দিয়ে, স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভ্যানের ওপর বসে ছিলাম। কিছুক্ষণ পর পাশের বাথরুমে যাই। পরে ফিরে এসে ভ্যানটি আর পাইনি। এরপর অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু ভ্যান পাইনি।’ 

মোজাম আরও বলেন, ‘আমার সংসারে তিন কন্যা আর স্ত্রী। পরিবারের সদস্য সংখ্যা পাঁচ জন। যাদের প্রত্যেকের মুখে আহার জোটে আমার আয়ের ওপর। ভ্যানটি কালীগঞ্জের ইসলামী ব্যাংক থেকে লোন করে কিনেছিলাম। যার কিস্তি এখনো চলছে। ভ্যান হারিয়ে এখন উভয়সংকটে আমি। একদিকে কিস্তি, অন্যদিকে প্রতিদিনের সংসার চালানো খরচ।’ 

মোজাম আরও বলেন, ‘এখন বাড়ির ৫ শতক মাথা গোছার জমি ছাড়া আর কিছু নাই আমার। এ ছাড়া কয়েক দিন পর ঈদ। এখন আমি কী করব, আর কোথায় গেলে এর সমাধান মিলবে তা আমি বুঝতে পারছি না।’ 

মোজাম বিশ্বাস কালীগঞ্জ শাহপুর-ঘিঘাটি আবাসনসংলগ্ন পাড়ার বাসিন্দা। তিনি ওই পাড়ার আবুল হোসেনের ছেলে। আজ বুধবার বিকেলে মোজাম বিশ্বাস কোটচাঁদপুর থানায় জিডি করেছেন।

কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) গৌরঙ্গ বর্মণ বলেন, ‘আজ বিকেলে এ-সংক্রান্ত একটা অভিযোগ করেছেন এক মুরব্বি।’ 

উল্লেখ, কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স চুরি এখন নিত্যদিনের ঘটনা। এর আগে ও অনেকের অনেক কিছু চুরি হলেও কেউ কিছু ফেরত পায়নি। এটা কর্তৃপক্ষের অবহেলায় ঘটছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত