Ajker Patrika

বাগেরহাটে বেকারির ফ্যাক্টরিতে আগুন, একজন নিহত

প্রতিনিধি
আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১৮: ২১
বাগেরহাটে বেকারির ফ্যাক্টরিতে আগুন, একজন নিহত

বাগেরহাট: বাগেরহাট শহরে বেকারির ফ্যাক্টরিতে আগুন লেগে আজিম শেখ(১৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

গত শনিবার (১৭ এপ্রিল) রাত দশটায় বাগেরহাট শহরের নাগের বাজারস্থ কচুয়াপট্টি এলাকায় সুমন বেকারির জ্বালানী ঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এই বেকারীর মালিক রমেশ সাহা।

স্থানীয় এলাকাবাসী, রেড ক্রিসেন্টের সদস্য, পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষণে কারখানার মধ্যে থাকা বেকারীর বিভিন্ন সামগ্রী পুড়ে যায়।

পরের দিন রোববার (১৮ এপ্রিল) ভোরে ফ্যাক্টরির দোতলায় কাঠের গুরির স্তুপ থেকে আজিমের মরদেহ  উদ্ধার করে পুলিশ।নিহত আজিম শেখ বাগেরহাট সদর উপজেলার কোন্ডলা গ্রামের এমদাদ সরদারের ছেলে।

নিহত আজিমের মা মাফিয়া বেগম বলেন, অভাবের কারণে তিন বছর আগে সন্তানকে কাজ করতে  দিয়েছিলাম, আজ আগুনে পুড়ে মারা গেল। আমি আমার সন্তানের মুখটাও দেখতে পারলাম না।   

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারি পরিচালক গোলাম সরোয়ার বলেন, ফ্যাক্টরির দোতলায় কাঠের গুড়ির রুমের পাশে একটি মটর রয়েছে। সেখানে শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বেকারির মালিকের হয়ত তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।  

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে যাই।আগুন নেভানোর পরে ফ্যাক্টরি তল্লাশি করে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত