যশোরের মনিরামপুরে ভাঙারি ব্যবসায়ী আকবর সানার মৃত্যুর ঘটনায় দায়ের করা অপমৃত্যু মামলা ৬ মাস পর অবশেষে হত্যা মামলায় রূপ দিয়েছে। এ ঘটনায় আকবরের স্ত্রী রহিমা বেগমকে (৩২) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আজ শনিবার দুপুরে আদালত রহিমাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গতকাল শুক্রবার আকবরের ভাই আদম শফিউল্লাহ বাদী হয়ে মনিরামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। রাতেই পিবিআই কেশবপুরের সাতবাড়িয়া থেকে রহিমাকে গ্রেপ্তার করে। শনিবার দুপুরে পিবিআই রহিমাকে যশোর আদালতের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা বসুর আদালতে হাজির করলে স্বামীকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন রহিমা বেগম।
পিবিআই সূত্রে জানা গেছে, মনিরামপুরের পারখাজুরা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে আকবর সানা পেশায় ছিলেন ভাঙারি ব্যবসায়ী। তিনি অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকতেন। নিজেদের মধ্যে মনোমালিন্য থাকায় সুখ ছিল না আকবর ও রহিমার সংসারে। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বাগেরহাট জেলা থেকে ব্যবসা শেষে বাড়ি ফেরেন আকবার। এর এক সপ্তাহ পর ২১ ফেব্রুয়ারি দিবাগত রাতে আকবর সানা স্ত্রীকে একান্তে পেতে চাইলে রহিমা রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মারপিট করেন আকবর। তখন স্বামীর সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে আকবর সানার মুখে আঘাত করেন রহিমা। ধস্তাধস্তির সময় আকবর সানা শয়নরত খাটের সঙ্গে মাথায় আঘাত পান। একপর্যায়ে রহিমা বেগম নিজের ওড়না দিয়ে শ্বাসরোধে স্বামীকে হত্যা করেন।
পুলিশ বলছে, তখন ঘটনা ভিন্ন খাতে নিতে স্বামীর লাশের পাশে বসে কান্না শুরু করেন রহিমা বেগম। কান্নার শব্দ শুনে বাড়ির আশপাশের লোকজন ছুটে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে লোকজন ধাক্কা দিয়ে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় আকবর সানাকে পড়ে থাকতে দেখেন। তখন রহিমা বেগম স্বামী আত্মহত্যা করেছেন বলে প্রচার দেন। এ ঘটনায় তখন মনিরামপুর থানায় অপমৃত্যু মামলা হলে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়। পরে ময়নাতদন্ত রিপোর্টে পুলিশ জানতে পারে আত্মহত্যা নয়; আকবর সানাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে ভাই হত্যার বিচার চেয়ে শুক্রবার মনিরামপুর থানায় মামলা করেন নিহতের ভাই আদম শফিউল্লাহ।
পিবিআই যশোরের পরিদর্শক হিরোন্ময় সরকার বলেন, গ্রেপ্তারের পর স্বামীকে হত্যার ঘটনায় আজ শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রহিমা বেগম। এরপর আদালত তাঁকে জেল হাজতে পাঠিয়েছেন।
মনিরামপুর থানার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি হত্যা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, পিবিআই মামলা তদন্ত করছে।
যশোরের মনিরামপুরে ভাঙারি ব্যবসায়ী আকবর সানার মৃত্যুর ঘটনায় দায়ের করা অপমৃত্যু মামলা ৬ মাস পর অবশেষে হত্যা মামলায় রূপ দিয়েছে। এ ঘটনায় আকবরের স্ত্রী রহিমা বেগমকে (৩২) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আজ শনিবার দুপুরে আদালত রহিমাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গতকাল শুক্রবার আকবরের ভাই আদম শফিউল্লাহ বাদী হয়ে মনিরামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। রাতেই পিবিআই কেশবপুরের সাতবাড়িয়া থেকে রহিমাকে গ্রেপ্তার করে। শনিবার দুপুরে পিবিআই রহিমাকে যশোর আদালতের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা বসুর আদালতে হাজির করলে স্বামীকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন রহিমা বেগম।
পিবিআই সূত্রে জানা গেছে, মনিরামপুরের পারখাজুরা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে আকবর সানা পেশায় ছিলেন ভাঙারি ব্যবসায়ী। তিনি অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকতেন। নিজেদের মধ্যে মনোমালিন্য থাকায় সুখ ছিল না আকবর ও রহিমার সংসারে। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বাগেরহাট জেলা থেকে ব্যবসা শেষে বাড়ি ফেরেন আকবার। এর এক সপ্তাহ পর ২১ ফেব্রুয়ারি দিবাগত রাতে আকবর সানা স্ত্রীকে একান্তে পেতে চাইলে রহিমা রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মারপিট করেন আকবর। তখন স্বামীর সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে আকবর সানার মুখে আঘাত করেন রহিমা। ধস্তাধস্তির সময় আকবর সানা শয়নরত খাটের সঙ্গে মাথায় আঘাত পান। একপর্যায়ে রহিমা বেগম নিজের ওড়না দিয়ে শ্বাসরোধে স্বামীকে হত্যা করেন।
পুলিশ বলছে, তখন ঘটনা ভিন্ন খাতে নিতে স্বামীর লাশের পাশে বসে কান্না শুরু করেন রহিমা বেগম। কান্নার শব্দ শুনে বাড়ির আশপাশের লোকজন ছুটে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে লোকজন ধাক্কা দিয়ে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় আকবর সানাকে পড়ে থাকতে দেখেন। তখন রহিমা বেগম স্বামী আত্মহত্যা করেছেন বলে প্রচার দেন। এ ঘটনায় তখন মনিরামপুর থানায় অপমৃত্যু মামলা হলে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়। পরে ময়নাতদন্ত রিপোর্টে পুলিশ জানতে পারে আত্মহত্যা নয়; আকবর সানাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে ভাই হত্যার বিচার চেয়ে শুক্রবার মনিরামপুর থানায় মামলা করেন নিহতের ভাই আদম শফিউল্লাহ।
পিবিআই যশোরের পরিদর্শক হিরোন্ময় সরকার বলেন, গ্রেপ্তারের পর স্বামীকে হত্যার ঘটনায় আজ শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রহিমা বেগম। এরপর আদালত তাঁকে জেল হাজতে পাঠিয়েছেন।
মনিরামপুর থানার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি হত্যা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, পিবিআই মামলা তদন্ত করছে।
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৪ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৪ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৪ ঘণ্টা আগে