Ajker Patrika

ছিনতাইয়ের অভিযোগে ইবি ছাত্রলীগের ২ কর্মী বহিষ্কার

ইবি প্রতিনিধি
আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৬: ৫৪
ছিনতাইয়ের অভিযোগে ইবি ছাত্রলীগের ২ কর্মী বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থী আল আমিন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির জরুরি বৈঠকের সুপারিশক্রমে তাঁকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযুক্ত আল আমিন নওগাঁর মহাদেবপুর থানার কালনা গ্রামের বেলাল হোসেনের ছেলে। 

এর আগে ছিনতাইয়ের ঘটনায় আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান সিদ্দিকী কাব্যকে সাময়িক বহিষ্কার করা হয়। আল আমিনের বিরুদ্ধে মহাসড়কে ছিনতাইয়ে সহযোগিতা করার অভিযোগ রয়েছে। তাঁরা উভয়েই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা শাহজালাল সোহাগের কর্মী বলে জানা গেছে। 

এদিকে এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ড. শামসুল আলমকে। এ ছাড়া একাডেমিক শাখার সাবরেজিস্ট্রার আলীবর্দী খানকে সদস্যসচিব এবং সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. আসাদুজ্জামানকে কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে। 

উল্লেখ্য, গত সোমবার রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটান কাব্য ও আল-আমিন। ড্রাইভারকে ছুরি দেখিয়ে ১০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ড্রাইভার ও তার সহকারীকে মারধর করে মানিব্যাগ থেকে ৫ হাজার টাকা নিয়ে নেন তাঁরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত