খুলনা প্রতিনিধি
খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় কাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যুতের সংযোগ। এর আগে গতকাল বৃহস্পতিবার ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এলাকাগুলো হলো—সার্কিট হাউস, মুন্সীপাড়া, কাষ্টমঘাট, হাজী মুহসীন, নতুনবাজার, টুটপাড়া, দোলখোলা, বাগমারা, ডাকবাংলা ফিডারের আওতাধীন খুলনা রেলওয়ে স্টেশন, স্টেশন রোড, কালীবাড়ী, বড়বাজার, ক্লে রোড, কেসিসি ভবন, সদর হাসপাতাল, ভৈরব স্ট্যান্ড রোড, কেডি ঘোষ রোড, ডিসি অফিস, জজকোর্ট ও জজকোর্ট সংলগ্ন আবাসিক এলাকা।
নগরীর ৫ নম্বর মাছঘাট, শেরেবাংলা রোড, আপার যশোর রোড, খান জাহান আলী রোড, লোয়ার যশোর রোড, স্যার ইকবাল রোড, সিমেট্রি রোড, ধর্মসভা, মির্জাপুর, আহসান আহম্মেদ রোড, বাবু খান রোড, হাজী মুহসীন রোড, মুন্সীপাড়া ১ম, ২য় ও ৩য় গলি, ১ নম্বর ও ২ নম্বর কাস্টম ঘাট, বেড়িবাঁধ, গগন বাবু রোড, নতুন বাজার, ৭ রাস্তা, শিতলাবাড়ী, মৌলভীপাড়া, টিবি বাউন্ডারি রোড, টুটপাড়া সেন্ট্রাল রোড, লোহার গেট, পূর্ব বানিয়াখামার, রাস্তার মাথা ও সংলগ্ন আবাসিক এলাকা।
কেডিএ অ্যাভিনিউ, রয়্যাল চত্বর, টুটপাড়া, দিলখোলা রোড, জোড়াকল বাজার, দারোগাপাড়া, তালতলা হাসপাতাল রোড, টুটপাড়া মেইন রোড, মহিড়বাড়ী খালপাড়, ফরিদ মোল্লার মোড়, পশ্চিম টুটপাড়া, মোল্লাবাড়ির মোড় ও সংলগ্ন আবাসিক এলাকা। ইকবাল নগর, পুরাতন সন্ধ্যাবাজার, রায়পাড়া, মুসলমানপাড়া, সফেদাতলা মোড়, গফ্ফারের মোড়, বাগমারা মেইন রোড, মতলেবের মোড়, মিস্ত্রিপাড়া ও সংলগ্ন আবাসিক এলাকা।
এ বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর ময়লাপোঁতা মোড় থেকে জিরো পয়েন্ট মোড় পর্যন্ত রাস্তা প্রশস্ত করা হবে। এ কাজের অংশ হিসাবে রাস্তার দুই পাশের ৩৩ / ১১ / ০.৪ কেভি লাইন শিফটিং কাজের সংযুক্ত শিডিউল মোতাবেক গল্লামারী-সিটি মেইন এবং সেন্ট্রাল-সিটি মেইন ৩৩ কেভি লাইনের কাজ সম্পাদনের জন্য সেন্ট্রাল-সিটি মেইন ৩৩ কেভি লাইন বন্ধ রাখা হবে। এ সময় সিটি মেইন উপকেন্দ্রের ১১ কেভি ৯টি ফিডারের পর্যায়ক্রমে দুই ঘণ্টা চালু থাকার পরে এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় কাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যুতের সংযোগ। এর আগে গতকাল বৃহস্পতিবার ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এলাকাগুলো হলো—সার্কিট হাউস, মুন্সীপাড়া, কাষ্টমঘাট, হাজী মুহসীন, নতুনবাজার, টুটপাড়া, দোলখোলা, বাগমারা, ডাকবাংলা ফিডারের আওতাধীন খুলনা রেলওয়ে স্টেশন, স্টেশন রোড, কালীবাড়ী, বড়বাজার, ক্লে রোড, কেসিসি ভবন, সদর হাসপাতাল, ভৈরব স্ট্যান্ড রোড, কেডি ঘোষ রোড, ডিসি অফিস, জজকোর্ট ও জজকোর্ট সংলগ্ন আবাসিক এলাকা।
নগরীর ৫ নম্বর মাছঘাট, শেরেবাংলা রোড, আপার যশোর রোড, খান জাহান আলী রোড, লোয়ার যশোর রোড, স্যার ইকবাল রোড, সিমেট্রি রোড, ধর্মসভা, মির্জাপুর, আহসান আহম্মেদ রোড, বাবু খান রোড, হাজী মুহসীন রোড, মুন্সীপাড়া ১ম, ২য় ও ৩য় গলি, ১ নম্বর ও ২ নম্বর কাস্টম ঘাট, বেড়িবাঁধ, গগন বাবু রোড, নতুন বাজার, ৭ রাস্তা, শিতলাবাড়ী, মৌলভীপাড়া, টিবি বাউন্ডারি রোড, টুটপাড়া সেন্ট্রাল রোড, লোহার গেট, পূর্ব বানিয়াখামার, রাস্তার মাথা ও সংলগ্ন আবাসিক এলাকা।
কেডিএ অ্যাভিনিউ, রয়্যাল চত্বর, টুটপাড়া, দিলখোলা রোড, জোড়াকল বাজার, দারোগাপাড়া, তালতলা হাসপাতাল রোড, টুটপাড়া মেইন রোড, মহিড়বাড়ী খালপাড়, ফরিদ মোল্লার মোড়, পশ্চিম টুটপাড়া, মোল্লাবাড়ির মোড় ও সংলগ্ন আবাসিক এলাকা। ইকবাল নগর, পুরাতন সন্ধ্যাবাজার, রায়পাড়া, মুসলমানপাড়া, সফেদাতলা মোড়, গফ্ফারের মোড়, বাগমারা মেইন রোড, মতলেবের মোড়, মিস্ত্রিপাড়া ও সংলগ্ন আবাসিক এলাকা।
এ বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর ময়লাপোঁতা মোড় থেকে জিরো পয়েন্ট মোড় পর্যন্ত রাস্তা প্রশস্ত করা হবে। এ কাজের অংশ হিসাবে রাস্তার দুই পাশের ৩৩ / ১১ / ০.৪ কেভি লাইন শিফটিং কাজের সংযুক্ত শিডিউল মোতাবেক গল্লামারী-সিটি মেইন এবং সেন্ট্রাল-সিটি মেইন ৩৩ কেভি লাইনের কাজ সম্পাদনের জন্য সেন্ট্রাল-সিটি মেইন ৩৩ কেভি লাইন বন্ধ রাখা হবে। এ সময় সিটি মেইন উপকেন্দ্রের ১১ কেভি ৯টি ফিডারের পর্যায়ক্রমে দুই ঘণ্টা চালু থাকার পরে এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে ৩ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাদের হস্তান্তর করা হয়। পরে বিজিবি তাদের জীবননগর থানা-পুলিশের নিকট হস্তান্তর করে।
৩১ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে চুরির অপবাদে গণপিটুনিতে নিহত রূপলাল রবীদাস ও প্রদীপলাল রবীদাসের হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে নিহতদের স্বজনেরা বলেন, ‘রূপলাল ও প্রদীপকে প্রকাশ্যে অমানবিক
৩৯ মিনিট আগেরাজশাহীর পবা উপজেলার বামনশিখর গ্রামে একই পরিবারের চারজনের লাশ উদ্ধারের ঘটনায় দুটি মামলা হয়েছে। একটি হত্যা মামলা, অন্যটি অপমৃত্যুর মামলা। গতকাল শুক্রবার রাতে নগরের মতিহার থানায় মামলা দুটি দায়ের করা হয়। এর আগে শুক্রবার সকালে বাড়ির দুটি ঘরে চারজনের লাশ পাওয়া যায়। তারা হলেন,
১ ঘণ্টা আগেরাজধানীর শ্যামপুরের ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওই বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় কদমতলী থানা-পুলিশ। ভোর সাড়ে ৫টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
১ ঘণ্টা আগে