Ajker Patrika

৩ টাকার টিকিটে ডাক্তার

প্রতিনিধি, বাঘারপাড়া (যশোর) 
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৭: ১৩
৩ টাকার টিকিটে ডাক্তার

যশোরের বাঘারপাড়ার প্রাইভেট হাসপাতালগুলো বন্ধ। এই কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে সেবা নিতে ভিড় জমেছে রোগীদের। তবে, চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্ট আউটডোরের রোগীরা।

আজ বুধবার সরেজমিন গিয়ে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্স আউটডোরে মাত্র ৩ টাকায় টিকিট নিয়ে সারি ধরে চিকিৎসা সেবা নিচ্ছেন রোগীরা। রোগীর চাপ বাড়তি থাকলেও তেমন কোন সমস্যা দেখা যায়নি। সব ধরনের রোগের চিকিৎসায় স্ব স্ব চেম্বারে বসেছেন চিকিৎসকেরা।

এ বিষয়ে চিকিৎসা সেবা নিতে আসা পিনজিরা খাতুন বলেন, ছেলের অসুখের জন্য হাসপাতালে এসেছি। ২ দিন আগে বাইরের এক হাসপাতালে সিরিয়াল দিলেও ডাক্তার দেখাতে পারিনি। ভিড় এতটাই ছিল যে সন্ধ্যাও পার হয়ে যায়। তাই আজ এই হাসপাতালে এসেছি। অনেকের মুখে শুনেছি এই হাসপাতালের ডাক্তারেরা নাকি ঠিকমতো চিকিৎসা সেবা দেয় না। কিন্তু এসে দেখি পুরোটাই উল্টো চিত্র। খুবই আন্তরিকভাবে চিকিৎসা দিচ্ছেন শিশু বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান। খরচও কম, মাত্র ৩ টাকা।

করোনা ফোকাল পারসন ডা. শাহ আলম রুবেল বলেন, অন্যান্য দিনের মতো আজকেও রোগী দেখছি। তবে রোগীর সংখ্যা একটু বেশি। তারপরও আমরা সব রোগীর সেবা নিশ্চিত করতে প্রস্তুত আছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম বলেন, দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে। তবে সবাই যেন স্বাস্থ্যসেবা সঠিক ভাবে পায়, সেদিকে আমরা বিশেষ ভাবে খেয়াল রাখছি। আমাদের চিকিৎসকেরা খুবই আন্তরিকতার সঙ্গে রোগী দেখছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত