Ajker Patrika

‘মায়ের মৃত্যুতে বিপর্যস্ত’ কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১৫: ৩৪
‘মায়ের মৃত্যুতে বিপর্যস্ত’ কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরের মনিরামপুরে রাকিবুল রূপক রিফাত (২২) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে ঘরের আড়ার সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

রূপক উপজেলার চণ্ডীপুর গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি যশোর সরকারি মাইকেল মধুসূদন বিশ্ববিদ্যালয় কলেজের ইতিহাস বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। 

রূপকের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে তাঁর স্বজনদের দাবি, ২০১৯ সালে রূপকের মায়ের মৃত্যু হয়। এরপর থেকে হতাশায় ভুগছিলেন তিনি। এই হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

এ বিষয়ে উপজেলার ঝাঁপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও রূপকের প্রতিবেশী শামসুল হক মন্টু বলেন, ‘ছেলেটা ভালো ফুটবল খেলত। এলাকার সবাই ওকে ভালোবাসত। মায়ের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়ে সে। প্রায়ই রাতের বেলায় ঘর থেকে বেরিয়ে সে মায়ের কবরের পাশে গিয়ে কান্নাকাটি করত। গতকাল মঙ্গলবার রাতের খাবার সেরে রূপক নিজের ঘরে ঘুমাতে যায়। এরপর সকালে বাড়ির লোকজন ঘরের আড়ার সঙ্গে তার লাশ ঝুলতে দেখে।’

রাজগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, হতাশা থেকে কলেজছাত্র আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত