Ajker Patrika

কুয়েত নিতে দেরি করায় কলেজছাত্রের ‘আত্মহত্যা’

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ২২: ৪৯
কুয়েত নিতে দেরি করায় কলেজছাত্রের ‘আত্মহত্যা’

যশোরের মনিরামপুরে রাকিবুল ইসলাম (২২) নামের এক কলেজছাত্র বিষপানে ‘আত্মহত্যা’ করেছেন। আজ মঙ্গলবার দুপুরে মনিরামপুর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

রাকিবুল ইসলাম উপজেলার ঘুঘুদা গ্রামের কুয়েতপ্রবাসী মশিয়ার রহমানের ছেলে। তিনি যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

স্বজনদের দাবি, বাবা কুয়েত নিতে দেরি করায় ক্ষোভে কলেজছাত্র রাকিবুল ‘আত্মহত্যা’ করেছেন। 

স্থানীয় ইউপি সদস্য বাবর আলী বলেন, ‘রাকিবুলের বাবা দীর্ঘদিন ধরে কুয়েতে থাকেন। তিনি ছেলেকে সেখানে নিতে চেয়েছিলেন। এ জন্য রাকিবুল পাসপোর্ট করেছিলেন। কিন্তু সব কার্যক্রম শেষ করে তাঁকে বিদেশ নিতে দেরি হচ্ছিল বাবা মশিয়ারের। এতে রাকিবুল ক্ষিপ্ত হয়ে ওঠেন। দ্রুত বিদেশে নিতে না পারলে তিনি আত্মহত্যা করবেন বলে বাবা-মাকে হুমকিও দেন।’ 

তিনি আরও বলেন, ‘তিন-চার দিন ধরে রাকিবুল মায়ের ওপর রাগ করে ছিলেন। এরপর আজ (মঙ্গলবার) সকালে তিনি বিষপান করেন। টের পেয়ে বাড়ির লোকজন তাঁকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেন। সেখান থেকে দুপুরে মনিরামপুর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’ 

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছি। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত