Ajker Patrika

শালিখায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

শালিখা (মাগুরা) প্রতিনিধি
শালিখায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন শরিফুল মোল্লা (৪৫) নামের এক ব্যক্তি। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। আজ শনিবার সকালে মাগুরার শালিখা উপজেলার সাবলাট গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন একই গ্রামের মোহাব্বত মোল্লা, আনিসুর রহমান, বদর মোল্লা, রাজীব হোসেন। 

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের সাবলাট গ্রামের মানুষ দুই গ্রুপে বিভক্ত। একটি গ্রুপের নেতৃত্ব দেন আইয়ুব হোসেন (বিডিআর) এবং অন্য গ্রুপের নেতৃত্বে ছবেদ মোল্লা-মোহাব্বত মোল্লা। সাবলাট গ্রামে কয়েক বছর ধরে দুই গ্রুপের হামলা-মামলা চলে আসছে। 

নিহত শরিফুলের ভাতিজা ওমর আলী মোল্লা বলেন, ‘গত মাসে ইউপি নির্বাচনে আমরা নৌকার পক্ষে সমর্থন দিয়েছি, প্রতিপক্ষরা বিদ্রোহী প্রার্থীর সমর্থক ছিল। নির্বাচনের পর থেকেই প্রতিপক্ষ আমার চাচা মোহাব্বত মোল্লাকে মেরে ফেলার পরিকল্পনা করে আসছিল। আজ সকাল ১০ দিকে আমার চাচা বাড়ির পাশের দোকানে ছাগলের খাবার (ভুসি) আনতে যায়। এ সময় আইয়ুব হোসেন (বিডিআর) দলের তাইজেল মোল্লার নেতৃত্বে মেসের শিকদার, শাকিম বিশ্বাসসহ ৪০-৫০ জন দেশীয় অস্ত্র, রামদা, সরকি, চাইনিজ কুড়াল ও রডের শাবল দিয়ে তার ওপর আক্রমণ করে। এ সময় আমার চাচা শরিফুল কে বাঁচাতে মোহাব্বত মোল্লা, আনিসুর, বদর, রাজিব এগিয়ে গেলে তাদেরও এলোপাতাড়ি কোপানো হয়। আহতরা এখন যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন। আর শরিফুল মোল্লাকে যশোর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।’ 

আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) হাফিজুর রহমান, শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস। 

মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে। আমরা তথ্য পেয়েছি শরিফুল মোল্লা (৪৫) নিহত হয়েছেন আর ৪ জন আহত হয়েছেন। জানতে পেরেছি আহতরা সবাই যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন।’ 

অভিযুক্তদের গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, ‘হামলায় অংশ নেওয়া ৪ জনকে শনাক্ত করেছি ও দুজনকে আটক করেছি। মামলা তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না। আসামি ধরতে এখনো অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত