শালিখা (মাগুরা) প্রতিনিধি
গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন শরিফুল মোল্লা (৪৫) নামের এক ব্যক্তি। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। আজ শনিবার সকালে মাগুরার শালিখা উপজেলার সাবলাট গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন একই গ্রামের মোহাব্বত মোল্লা, আনিসুর রহমান, বদর মোল্লা, রাজীব হোসেন।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের সাবলাট গ্রামের মানুষ দুই গ্রুপে বিভক্ত। একটি গ্রুপের নেতৃত্ব দেন আইয়ুব হোসেন (বিডিআর) এবং অন্য গ্রুপের নেতৃত্বে ছবেদ মোল্লা-মোহাব্বত মোল্লা। সাবলাট গ্রামে কয়েক বছর ধরে দুই গ্রুপের হামলা-মামলা চলে আসছে।
নিহত শরিফুলের ভাতিজা ওমর আলী মোল্লা বলেন, ‘গত মাসে ইউপি নির্বাচনে আমরা নৌকার পক্ষে সমর্থন দিয়েছি, প্রতিপক্ষরা বিদ্রোহী প্রার্থীর সমর্থক ছিল। নির্বাচনের পর থেকেই প্রতিপক্ষ আমার চাচা মোহাব্বত মোল্লাকে মেরে ফেলার পরিকল্পনা করে আসছিল। আজ সকাল ১০ দিকে আমার চাচা বাড়ির পাশের দোকানে ছাগলের খাবার (ভুসি) আনতে যায়। এ সময় আইয়ুব হোসেন (বিডিআর) দলের তাইজেল মোল্লার নেতৃত্বে মেসের শিকদার, শাকিম বিশ্বাসসহ ৪০-৫০ জন দেশীয় অস্ত্র, রামদা, সরকি, চাইনিজ কুড়াল ও রডের শাবল দিয়ে তার ওপর আক্রমণ করে। এ সময় আমার চাচা শরিফুল কে বাঁচাতে মোহাব্বত মোল্লা, আনিসুর, বদর, রাজিব এগিয়ে গেলে তাদেরও এলোপাতাড়ি কোপানো হয়। আহতরা এখন যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন। আর শরিফুল মোল্লাকে যশোর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।’
আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) হাফিজুর রহমান, শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস।
মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে। আমরা তথ্য পেয়েছি শরিফুল মোল্লা (৪৫) নিহত হয়েছেন আর ৪ জন আহত হয়েছেন। জানতে পেরেছি আহতরা সবাই যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন।’
অভিযুক্তদের গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, ‘হামলায় অংশ নেওয়া ৪ জনকে শনাক্ত করেছি ও দুজনকে আটক করেছি। মামলা তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না। আসামি ধরতে এখনো অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন শরিফুল মোল্লা (৪৫) নামের এক ব্যক্তি। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। আজ শনিবার সকালে মাগুরার শালিখা উপজেলার সাবলাট গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন একই গ্রামের মোহাব্বত মোল্লা, আনিসুর রহমান, বদর মোল্লা, রাজীব হোসেন।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের সাবলাট গ্রামের মানুষ দুই গ্রুপে বিভক্ত। একটি গ্রুপের নেতৃত্ব দেন আইয়ুব হোসেন (বিডিআর) এবং অন্য গ্রুপের নেতৃত্বে ছবেদ মোল্লা-মোহাব্বত মোল্লা। সাবলাট গ্রামে কয়েক বছর ধরে দুই গ্রুপের হামলা-মামলা চলে আসছে।
নিহত শরিফুলের ভাতিজা ওমর আলী মোল্লা বলেন, ‘গত মাসে ইউপি নির্বাচনে আমরা নৌকার পক্ষে সমর্থন দিয়েছি, প্রতিপক্ষরা বিদ্রোহী প্রার্থীর সমর্থক ছিল। নির্বাচনের পর থেকেই প্রতিপক্ষ আমার চাচা মোহাব্বত মোল্লাকে মেরে ফেলার পরিকল্পনা করে আসছিল। আজ সকাল ১০ দিকে আমার চাচা বাড়ির পাশের দোকানে ছাগলের খাবার (ভুসি) আনতে যায়। এ সময় আইয়ুব হোসেন (বিডিআর) দলের তাইজেল মোল্লার নেতৃত্বে মেসের শিকদার, শাকিম বিশ্বাসসহ ৪০-৫০ জন দেশীয় অস্ত্র, রামদা, সরকি, চাইনিজ কুড়াল ও রডের শাবল দিয়ে তার ওপর আক্রমণ করে। এ সময় আমার চাচা শরিফুল কে বাঁচাতে মোহাব্বত মোল্লা, আনিসুর, বদর, রাজিব এগিয়ে গেলে তাদেরও এলোপাতাড়ি কোপানো হয়। আহতরা এখন যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন। আর শরিফুল মোল্লাকে যশোর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।’
আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) হাফিজুর রহমান, শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস।
মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে। আমরা তথ্য পেয়েছি শরিফুল মোল্লা (৪৫) নিহত হয়েছেন আর ৪ জন আহত হয়েছেন। জানতে পেরেছি আহতরা সবাই যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন।’
অভিযুক্তদের গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, ‘হামলায় অংশ নেওয়া ৪ জনকে শনাক্ত করেছি ও দুজনকে আটক করেছি। মামলা তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না। আসামি ধরতে এখনো অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা ইয়াছমিন রোববার সন্ধ্যার পর সাংবাদিকদের বলেন, ‘বিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর ছবি সরানোর জন্য আমার কাছে সরকারি কোনো নির্দেশনা আসেনি। তাই আমি ছবি সরাতে যাইনি। মূলত বিদ্যালয় এলাকার একটি মহল সকালে বিদ্যালয়ে এসে দেয়ালে বঙ্গবন্ধুর ছবি দেখে ক্ষোভ প্রকাশ করে।’
৬ মিনিট আগেআলমগীর জানান, বাড়ির পাশের কুমড়োর খালের ধারে শূন্যরেখা বরাবর তাঁর একটি মাছের ঘের রয়েছে। অতিবৃষ্টিতে ঘেরটি তলিয়ে যাওয়ায় সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি ঘেরে নেট দিতে গেলে ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ছররা গুলি ছোড়ে। এতে তাঁর মাথা, মুখ, ডান চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।
১৫ মিনিট আগেঅন্তঃসত্ত্বা সাদিয়া দিশেহারা হয়ে গেলেন স্বামীর শেষ স্মৃতি গর্ভের সন্তানের নিরাপত্তার কথা ভেবে। পরিস্থিতি আরও খারাপ হওয়ায় বাবা শাহাব উদ্দিন ওরফে আব্দুর রাজ্জাক এসে তাঁকে নিয়ে গেলেন ঈশ্বরগঞ্জ উপজেলার পুনাইল গ্রামে নিজ বাড়িতে। এমন কঠিন দুঃসময়ে পাশে দাঁড়াননি শ্বশুরবাড়ির লোকজন। পাননি কোনো সান্ত্বনাও।
২০ মিনিট আগেসাংস্কৃতিক সংগঠক ও আওয়ামী লীগ নেতা কামাল পাশা চৌধুরীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছে তাঁর পরিবার।
৪১ মিনিট আগে