Ajker Patrika

চুয়াডাঙ্গায় আত্মহত্যার প্ররোচনার মামলার আসামি গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২২, ১৭: ২১
চুয়াডাঙ্গায় আত্মহত্যার প্ররোচনার মামলার আসামি গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় মাদ্রাসাছাত্রী মাসুমা খাতুন (১৮) আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামি আবুল কালাম (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে কালামকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ। 

আবুল কালাম চুয়াডাঙ্গা পৌর এলাকার আরামপাড়া গোরস্থান এলাকার মোবারক হোসেনের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়ায় বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া মাদ্রাসাছাত্রী মাসুমা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি রেলবাজার আলিয়া মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। এ ঘটনায় মাদ্রাসাছাত্রীর বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে ওই দিন রাতেই আবুল কালামকে আসামি করে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। 

এজাহারে বলা হয়, বিবাহিত হয়েও কালাম বেশ কিছুদিন ধরে মাসুমাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছেন। এই প্রস্তাবে রাজি ছিল না মাসুমার পরিবার। পরে কালাম মাসুমাকে তাঁর সঙ্গে পালিয়ে যাওয়ার জন্য চাপ দিতে থাকেন। একপর্যায়ে মাসুমাকে প্রকাশ্যে মারধর ও গালমন্দ করেন কালাম। এই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন মাসুমা। 

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মো. মহসীন জানান, আসামিকে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অর্ধ ডজন মামলার আসামি বখাটে কালাম চুয়াডাঙ্গা জেলার শীর্ষ সন্ত্রাসী। ২০২০ সালে ছাত্রলীগের নেতা জোবায়ের রিগান ও তাঁর মামা কৃষক লীগের নেতা মহসীন রেজাকে কুপিয়ে জখম করেন কালাম। দা নিয়ে কোপানোর জন্য তাঁকে এলাকায় ‘দা কালাম’ নামেও ডাকা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত