মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
ঘূর্ণিঝড় দানা মোংলা সমুদ্রবন্দর থেকে ৪৮৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। ফলে আজ বৃহস্পতিবার সকাল থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন ও বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোংলায় দমকা হাওয়াসহ থেমে থেমে বৃষ্টি হয়। তবে বাতাসের গতিবেগ বেশি ছিল না।
সারা দিন বৃষ্টিপাতের কারণে ব্যাহত হয় বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামার কাজ। ঘূর্ণিঝড়কে ঘিরে বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব অ্যালার্ট-১ জারি করেছে। অ্যালার্ট বাড়লেই তখন বন্দরে সকল কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখা হয়।
বন্দরের হারবার মাস্টার কমান্ডার সাইফুর রহমান ভুইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ইতিমধ্যে দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্কাবস্থায় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড় মনিটরিং করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
এ ছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে দমকা হাওয়া ও বৃষ্টি হচ্ছে সুন্দরবনের দুবলার চরেও। সেখানে স্বাভাবিকের তুলনায় জোয়ারের পানি বৃদ্ধি পাচ্ছে। দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, ‘বৃষ্টির সঙ্গে জড়ো হাওয়া বয়ে যাচ্ছে সুন্দরবনের চরগুলোতে। জোয়ারে পানিও বৃদ্ধি পাচ্ছে। রাতের জোয়ারে ৩ থেকে ৪ ফুট পানি বাড়তে পারে।’
এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের সভাপতিত্বে সভায় সকল ধরনের প্রস্তুতি গ্রহণের কথা জানানো হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা বলেন, ‘এখানে প্রস্তুত রাখা হয়েছে ১০৩টি আশ্রয় কেন্দ্র ও ১ হাজার ৩২০ জন স্বেচ্ছাসেবক। সেই সঙ্গে মেডিকেল টিম, ফায়ার সার্ভিসকে প্রস্তুত রাখা হয়েছে। মজুত রাখা হয়েছে শুকনা খাবার, ওষুধ ও বিশুদ্ধ পানি।’
ঘূর্ণিঝড় দানা মোংলা সমুদ্রবন্দর থেকে ৪৮৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। ফলে আজ বৃহস্পতিবার সকাল থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন ও বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোংলায় দমকা হাওয়াসহ থেমে থেমে বৃষ্টি হয়। তবে বাতাসের গতিবেগ বেশি ছিল না।
সারা দিন বৃষ্টিপাতের কারণে ব্যাহত হয় বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামার কাজ। ঘূর্ণিঝড়কে ঘিরে বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব অ্যালার্ট-১ জারি করেছে। অ্যালার্ট বাড়লেই তখন বন্দরে সকল কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখা হয়।
বন্দরের হারবার মাস্টার কমান্ডার সাইফুর রহমান ভুইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ইতিমধ্যে দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্কাবস্থায় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড় মনিটরিং করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
এ ছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে দমকা হাওয়া ও বৃষ্টি হচ্ছে সুন্দরবনের দুবলার চরেও। সেখানে স্বাভাবিকের তুলনায় জোয়ারের পানি বৃদ্ধি পাচ্ছে। দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, ‘বৃষ্টির সঙ্গে জড়ো হাওয়া বয়ে যাচ্ছে সুন্দরবনের চরগুলোতে। জোয়ারে পানিও বৃদ্ধি পাচ্ছে। রাতের জোয়ারে ৩ থেকে ৪ ফুট পানি বাড়তে পারে।’
এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের সভাপতিত্বে সভায় সকল ধরনের প্রস্তুতি গ্রহণের কথা জানানো হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা বলেন, ‘এখানে প্রস্তুত রাখা হয়েছে ১০৩টি আশ্রয় কেন্দ্র ও ১ হাজার ৩২০ জন স্বেচ্ছাসেবক। সেই সঙ্গে মেডিকেল টিম, ফায়ার সার্ভিসকে প্রস্তুত রাখা হয়েছে। মজুত রাখা হয়েছে শুকনা খাবার, ওষুধ ও বিশুদ্ধ পানি।’
ঝিনাইদহ সদরের দিঘিরপাড় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মোশাররফ হোসেন (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন ওই গ্রামের সমসের আলী মোল্লার ছেলে। তিনি পেশায় কৃষক।
৪ মিনিট আগেনারায়ণগঞ্জের বন্দরে চুরির অভিযোগে এক যুবককে গণপিটুনি নিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বারপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাহিম (২২)। তিনি দক্ষিণ বারপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
৮ মিনিট আগেগতকাল সোয়া ১টার দিকে টঙ্গী-গাজীপুর রুটে চলাচল করা ‘ক্ষণিকা’ বাসে হামলার ঘটনা ঘটে। এতে বাসের ড্রাইভারসহ কয়েকজন শিক্ষার্থী আঘাত পেয়ে ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা নেন। পরে রাত সাড়ে ৮টায় উত্তরা পশ্চিম থানায় যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। এ সময় আসামিদে
৯ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৭৫ জনকে ছাঁটাই ও মামলা করেছে কারখানা কর্তৃপক্ষ। এ মামলায় পুলিশ আজ বুধবার সাত শ্রমিককে গ্রেপ্তার করেছে। যমুনা অ্যাপারেলস লিমিটেড নামের কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা সোলায়মান কবির বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব থানায় মাম
১৬ মিনিট আগে