Ajker Patrika

বন্যার্তদের সাহায্যে এক দিনের বেতন দেবে খুবি শিক্ষক সমিতি

খুবি প্রতিনিধি
আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১৮: ২০
বন্যার্তদের সাহায্যে এক দিনের বেতন দেবে খুবি শিক্ষক সমিতি

বাংলাদেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা বর্তমানে প্রবল বন্যার কবলে পড়ে চরম মানবিক সংকটে রয়েছে। এ পরিস্থিতিতে বন্যাকবলিত মানুষের সহযোগিতায় শিক্ষকদের এক দিনের বেতন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সমিতি। 

আজ শুক্রবার খুবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম ফিরোজ ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে অসংখ্য মানুষ খাদ্য, আশ্রয় ও ওষুধের সংকটে দিন কাটাচ্ছেন। খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সব সময় দুর্যোগপীড়িত মানুষের পাশে থেকেছে এবং এবারও তহবিল সংগ্রহের মাধ্যমে তাদের সহায়তা করতে প্রস্তুত। খুবির শিক্ষকদের অনেকেই তাঁদের এক দিনের বেতন কর্তনের বিষয়ে মতামত প্রদান করেছেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে প্রশাসনিকভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সময়ের প্রয়োজন। তদুপরি বর্তমানে উপাচার্যসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে সিদ্ধান্ত দেওয়ার মতো কেউ নেই। এ অবস্থায়, দ্রুত পদক্ষেপের লক্ষ্যে ২৭ আগস্ট মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে ডিসিপ্লিন প্রধানদের মাধ্যমে আপনাদের এক দিনের বেতন বা তদূর্ধ্ব অথবা উপযুক্ত পরিমাণ অর্থ অনুদান হিসাবে শিক্ষক সমিতির কাছে পাঠানোর জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত