Ajker Patrika

ঘের নিয়ে বিরোধে আ.লীগ নেতা খুন

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১৮ জুন ২০২৩, ১০: ১৮
ঘের নিয়ে বিরোধে আ.লীগ নেতা খুন

বাগেরহাটে মাছের ঘেরসংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় আনারুল শেখ (৫৫) নামের এক আওয়ামী লীগের নেতা নিহত হয়েছেন। আনারুল আজ শনিবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দুপুর ১২টার দিকে বৈটপুর এলাকায় ঘের থেকে ফেরার পথে বাগেরহাট মেরিন ইনস্টিটিউটের সামনে হামলার শিকার হন। পরে অজ্ঞাতপরিচয় এক ভ্যানচালক আহত অবস্থায় তাঁকে বাড়িতে পৌঁছে দেন।

আনারুল পৌর শহরের বাসাবাটি এলাকার মৃত আব্দুল গনি শেখের ছেলে। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন।

নিহত ব্যক্তির ভাতিজা মুরাদ শেখ দাবি করে বলেন, ‘তাঁর ছোট চাচা বাচ্চু শেখের সঙ্গে ঘের নিয়ে কালাম বয়াতী নামের এক ব্যক্তির বিরোধ রয়েছে। সকালে কালামের আত্মীয় সোহেল হাওলাদার ও তাঁর ভাই রাখা হাওলাদারের নেতৃত্বে সাত-আটজন আমাদের বাড়িতে এসে ঘেরে না যাওয়ার জন্য হুমকি দিয়ে যান।’ দুপুরে বাচ্চু গিয়ে দেখেন কালাম ঘের থেকে মাছ ধরছেন। তখন দুজনের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় বাচ্চু তাঁর ভাই আনারুলকে মোবাইলে ফোন করে ঘেরে যেতে বলেন। তিনি ঘেরে গিয়ে কাউকে না পেয়ে ফিরে আসার সময় সোহেল, রাখা, গণেশসহ সাত-আটজন তাঁকে পিটিয়ে হাত-পা ভেঙে ফেলে রেখে যান। পরে তাঁকে জেলা হাসপাতালে নিলে চিকিৎসকেরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।

আনারুলের ছেলে জিসান শেখ বলেন, ‘যারা আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে, আমি তাদের কঠিন বিচার চাই।’

এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তদন্ত চলছে। হামলাকারীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত