বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে মাছের ঘেরসংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় আনারুল শেখ (৫৫) নামের এক আওয়ামী লীগের নেতা নিহত হয়েছেন। আনারুল আজ শনিবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দুপুর ১২টার দিকে বৈটপুর এলাকায় ঘের থেকে ফেরার পথে বাগেরহাট মেরিন ইনস্টিটিউটের সামনে হামলার শিকার হন। পরে অজ্ঞাতপরিচয় এক ভ্যানচালক আহত অবস্থায় তাঁকে বাড়িতে পৌঁছে দেন।
আনারুল পৌর শহরের বাসাবাটি এলাকার মৃত আব্দুল গনি শেখের ছেলে। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন।
নিহত ব্যক্তির ভাতিজা মুরাদ শেখ দাবি করে বলেন, ‘তাঁর ছোট চাচা বাচ্চু শেখের সঙ্গে ঘের নিয়ে কালাম বয়াতী নামের এক ব্যক্তির বিরোধ রয়েছে। সকালে কালামের আত্মীয় সোহেল হাওলাদার ও তাঁর ভাই রাখা হাওলাদারের নেতৃত্বে সাত-আটজন আমাদের বাড়িতে এসে ঘেরে না যাওয়ার জন্য হুমকি দিয়ে যান।’ দুপুরে বাচ্চু গিয়ে দেখেন কালাম ঘের থেকে মাছ ধরছেন। তখন দুজনের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় বাচ্চু তাঁর ভাই আনারুলকে মোবাইলে ফোন করে ঘেরে যেতে বলেন। তিনি ঘেরে গিয়ে কাউকে না পেয়ে ফিরে আসার সময় সোহেল, রাখা, গণেশসহ সাত-আটজন তাঁকে পিটিয়ে হাত-পা ভেঙে ফেলে রেখে যান। পরে তাঁকে জেলা হাসপাতালে নিলে চিকিৎসকেরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।
আনারুলের ছেলে জিসান শেখ বলেন, ‘যারা আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে, আমি তাদের কঠিন বিচার চাই।’
এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তদন্ত চলছে। হামলাকারীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে।
বাগেরহাটে মাছের ঘেরসংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় আনারুল শেখ (৫৫) নামের এক আওয়ামী লীগের নেতা নিহত হয়েছেন। আনারুল আজ শনিবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দুপুর ১২টার দিকে বৈটপুর এলাকায় ঘের থেকে ফেরার পথে বাগেরহাট মেরিন ইনস্টিটিউটের সামনে হামলার শিকার হন। পরে অজ্ঞাতপরিচয় এক ভ্যানচালক আহত অবস্থায় তাঁকে বাড়িতে পৌঁছে দেন।
আনারুল পৌর শহরের বাসাবাটি এলাকার মৃত আব্দুল গনি শেখের ছেলে। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন।
নিহত ব্যক্তির ভাতিজা মুরাদ শেখ দাবি করে বলেন, ‘তাঁর ছোট চাচা বাচ্চু শেখের সঙ্গে ঘের নিয়ে কালাম বয়াতী নামের এক ব্যক্তির বিরোধ রয়েছে। সকালে কালামের আত্মীয় সোহেল হাওলাদার ও তাঁর ভাই রাখা হাওলাদারের নেতৃত্বে সাত-আটজন আমাদের বাড়িতে এসে ঘেরে না যাওয়ার জন্য হুমকি দিয়ে যান।’ দুপুরে বাচ্চু গিয়ে দেখেন কালাম ঘের থেকে মাছ ধরছেন। তখন দুজনের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় বাচ্চু তাঁর ভাই আনারুলকে মোবাইলে ফোন করে ঘেরে যেতে বলেন। তিনি ঘেরে গিয়ে কাউকে না পেয়ে ফিরে আসার সময় সোহেল, রাখা, গণেশসহ সাত-আটজন তাঁকে পিটিয়ে হাত-পা ভেঙে ফেলে রেখে যান। পরে তাঁকে জেলা হাসপাতালে নিলে চিকিৎসকেরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।
আনারুলের ছেলে জিসান শেখ বলেন, ‘যারা আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে, আমি তাদের কঠিন বিচার চাই।’
এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তদন্ত চলছে। হামলাকারীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে।
গাজীপুরের শ্রীপুরে একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা খেয়ে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় লেগুনা চালকসহ অন্তত ১২ শ্রমিক আহত হন। আজ শুক্রবার (২২ আগস্ট) ভোরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মাওনা বরমী আঞ্চলিক সড়কের আনসার টেপিরবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৩২ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে আট বিঘা পুকুরে বিষ প্রয়োগ করে ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে নুরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের নিশ্চিন্তাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতে মাছচাষী মাহাফুজুর রহমান (২৫) বড়াইগ্রাম থানায় একই গ্রামের নুরুল ইসলামের বিরুদ
৪৩ মিনিট আগেকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় তিন মিষ্টির দোকানসহ আট প্রতিষ্ঠান ও এক লরি চালককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মেয়াদোত্তীর্ণ খাবার মজুত, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও সড়কে অবৈধ গাড়ি পার্কিংয়ের অভিযোগে এই জরিমানা করা হয়।
২ ঘণ্টা আগেঝিনাইদহ পৌর এলাকায় মাত্র ২০ টাকা পাওয়া পরিশোধ নিয়ে কলহের জেরে ছুরিকাঘাতে আহত মো: মঞ্জুর বিশ্বাস (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে