Ajker Patrika

ঝিনাইদহে তিন বাহনের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৩ 

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ০৪ মে ২০২৩, ১৫: ২৬
ঝিনাইদহে তিন বাহনের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৩ 

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন বাহনের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টার সময় কোটচাঁদপুর পৌর কাশিপুর ডিগ্রি কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটেছে। 

নিহতরা হলেন ভ্যানচালক সলেমান (৬০), দেড় বছরের শিশু রাফান ও খুকুমণি (৭)। অন্যদিকে আহতরা হলেন অন্তর (২৫), রিমা খাতুন (২৫), শিউলি (৫০), আলামিন (৬৫)। 

এ ঘটনায় কালীগঞ্জ উপজেলার অন্তর হোসেন নামে আহত এক ব্যক্তি বলেন, ‘বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনিসহ কয়েকজন লেগুনায় করে সার্জিক্যাল মালামাল নিয়ে সাপ্লাই দিতে কোটচাঁদপুর শহরে যাচ্ছিলাম। লেগুনাটি স্থানীয় পৌর কাশিপুর ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে সামনের দিক থেকে আসা মাইক্রোবাস ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুই শিশুসহ তিনজন মারা যায়।’ 

হাসপাতালে নিহতদের স্বজনদের আহাজারিবিষয়টি নিয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তারুনী পাশা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছে। আহত হয়েছেন পাঁচজন। এদের মধ্যে চারজনকে যশোর হাসপাতালে পাঠানো হয়েছে। আর এই হাসপাতালে ভর্তি রয়েছেন একজন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।’ 

ঘটনার সত্যতা নিশ্চিত করছেন কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক মঈনউদ্দিন (ওসি)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত