Ajker Patrika

সাতক্ষীরায় চলতি মৌসুমের আম পাড়া শুরু

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২৪, ১৮: ৩২
সাতক্ষীরায় চলতি মৌসুমের আম পাড়া শুরু

সাতক্ষীরার তালায় চলতি মৌসুমের আম পাড়া শুরু হয়েছে। জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময়সূচি মোতাবেক আজ বৃহস্পতিবার থেকে কয়েক জাতের আম পাড়া শুরু করেছেন চাষিরা। তাদের দাবি, এবারে আশানুরূপ ফলন পাননি তাঁরা।

সাতক্ষীরা জেলা আম সংগ্রহ ও বাজারজাত করার সংশোধিত ক্যালেন্ডার অনুযায়ী—৯ মে থেকে গোপালভোগ, বোম্বাই, গোলাপঘাস, বৈশাখীসহ অন্যান্য স্থানীয় জাতের আম; ১১ মে থেকে গোবিন্দভোগ; ২২ মে থেকে হিমসাগর; ২৯ মে ল্যাংড়া ও ১০ জুন থেকে আম্রপালি আম পাড়ার দিন নির্ধারণ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে তালা সদরে বারুইহাটি গ্রামে সরেজমিনে দেখা যায়, আমচাষি আছাদুজ্জামান রাজু ক্যালেন্ডার অনুযায়ী গোপালভোগ আম পাড়া শুরু করেছে। 

রাজু আজকের পত্রিকাকে বলেন, ‘এবার আমের ফলন ভালো হয়নি। বাগান লিজ নিলে অনেক টাকা খরচ হয়। বাগান পরিচর্যা, পোকামাকড় মুক্ত করতে ওষুধ প্রয়োগ, ফলনের পর বাজারজাত, শ্রমিকের পেছনে অনেক টাকা ব্যয় হয়। ফলন ভালো হলে আমাদের লাভ হয়। এবার আশা করছি লাভের মুখ দেখব কম।’ 
 
অপর আমচাষি মিলন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, বৈশাখীসহ আম ভাঙা শুরু হয়েছে। ব্যবসায়ীরা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন।’ 

এ বিষয়ে তালা উপজেলার কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলায় ৭১৫ হেক্টর আমবাগান রয়েছে। গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপঘাস, বৈশাখীসহ বিভিন্ন জাতের আম আজ থেকে পাড়া শুরু হয়েছে।’ 

সাতক্ষীরার তালায় চলতি মৌসুমের আম সংগ্রহ শুরু করেছেন চাষিরা। ছবি: আজকের পত্রিকাসাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘সাতক্ষীরার আমের সুখ্যাতি দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। সাতক্ষীরার আম বিদেশে রপ্তানি হয়। কয়েক বছর ধরে আম পাকার সময় পর্যালোচনা করে আম পাড়ার দিন নির্ধারণ করা হয়। আমের মান ঠিক রাখতে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ, জেলা প্রশাসন ও আমচাষিদের সঙ্গে আলোচনা করে কাজটি করা হয়।’ 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টন। ইউরোপের বিভিন্ন দেশে প্রতিবছর রপ্তানি হয় সাতক্ষীরা জেলার আম। সব মিলিয়ে এবার আম থেকে ২৫০ কোটি টাকার বেশি আয় হবে। গত বছর উৎপাদন হয়েছিল ৬৮ হাজার ৮১৯ টন। বিক্রি থেকে আয় হয় ২৫৮ কোটি ২৩ লাখ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত