চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে এক রোগী পালিয়ে যাওয়ার ঘটনায় কর্তব্যরত ওয়ার্ডবয় আহসানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ১৯ জানুয়ারি বুধবার রাতে এই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে আগামী তিন দিনের মধ্যে তাঁকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল চিকিৎসা কর্মকর্তা ওয়াহেদ মাহমুদ রবিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত বছরের ৯ জুলাই চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার মৃত সিজার আলীর ছেলে আবুল কালাম আজাদ চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করলে করোনা শনাক্ত হয়। পরে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়।
গত মঙ্গলবার (১৮ জানুয়ারি, ২০২২) সকালে খাবার পরিবেশনকারী খাবার দিতে এসে দেখেন আইসোলেশন ওয়ার্ডে আবুল কালাম আজাদ নেই। তিনি বিষয়টি সদর হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে হাসপাতাল কর্তৃপক্ষ সারা দিন খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি।
এ প্রসঙ্গে ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, গত মঙ্গলবার সকালে আবুল কালাম আজাদ করোনার নমুনা পরীক্ষার জন্য রেড জোন থেকে বের হন। রাতে চিকিৎসক-নার্সেরা খোঁজ নিতে গিয়ে জানতে পারেন, তিনি তাঁর সিটে ফেরেননি। এ ঘটনায় ওই ওয়ার্ডে ডিউটিরত ওয়ার্ডবয়কে শোকজ করা হয়েছে।
চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আক্তার বলেন, আবুল কালাম আজাদের নাম-পরিচয় ও পাসপোর্ট নম্বর চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। তাঁকে শনাক্ত করে আইসোলেশন নিশ্চিতের জন্য অনুরোধ করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে এক রোগী পালিয়ে যাওয়ার ঘটনায় কর্তব্যরত ওয়ার্ডবয় আহসানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ১৯ জানুয়ারি বুধবার রাতে এই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে আগামী তিন দিনের মধ্যে তাঁকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল চিকিৎসা কর্মকর্তা ওয়াহেদ মাহমুদ রবিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত বছরের ৯ জুলাই চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার মৃত সিজার আলীর ছেলে আবুল কালাম আজাদ চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করলে করোনা শনাক্ত হয়। পরে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়।
গত মঙ্গলবার (১৮ জানুয়ারি, ২০২২) সকালে খাবার পরিবেশনকারী খাবার দিতে এসে দেখেন আইসোলেশন ওয়ার্ডে আবুল কালাম আজাদ নেই। তিনি বিষয়টি সদর হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে হাসপাতাল কর্তৃপক্ষ সারা দিন খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি।
এ প্রসঙ্গে ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, গত মঙ্গলবার সকালে আবুল কালাম আজাদ করোনার নমুনা পরীক্ষার জন্য রেড জোন থেকে বের হন। রাতে চিকিৎসক-নার্সেরা খোঁজ নিতে গিয়ে জানতে পারেন, তিনি তাঁর সিটে ফেরেননি। এ ঘটনায় ওই ওয়ার্ডে ডিউটিরত ওয়ার্ডবয়কে শোকজ করা হয়েছে।
চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আক্তার বলেন, আবুল কালাম আজাদের নাম-পরিচয় ও পাসপোর্ট নম্বর চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। তাঁকে শনাক্ত করে আইসোলেশন নিশ্চিতের জন্য অনুরোধ করা হয়েছে।
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী ট্রায়াথলন-২০২৫ প্রতিযোগিতা। বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আজ শনিবার সকালে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘Swim, Ride, Run-Boishakhi Fun!’ স্লোগানে মেরিন ড্রাইভের রেজু খাল
৭ মিনিট আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশনে তেলবাহী খালি একটি ট্রেন ঘোরানোর সময় চালকের ভুলে লাইনচ্যুত হয়েছে। শনিবার (১০ মে) বেলা দেড়টায় শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
২৭ মিনিট আগেহবিগঞ্জ সীমান্তে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে রোহিঙ্গা ও বিদেশি নাগরিকদের ভারতের পুশ ইন করার ঘটনার পরিপ্রেক্ষিতে এমন অবস্থান নিয়েছে বিজিবি। প্রায় ১০৩ কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত এলাকায় এখনো কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। তবে ভবিষ্যৎ অনাকাঙ্ক্ষিত পর
২৮ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে কাজলী বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত কাজলী বেগম ওই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী।
৩৫ মিনিট আগে