Ajker Patrika

নড়াইলে রোড রোলারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত

নড়াইল প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়ায় রোড রোলারের সঙ্গে ধাক্কা লেগে সালমান মল্লিক (১৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের দোয়া-মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমান দোয়া-মল্লিকপুর গ্রামের শহিদ মল্লিকের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে সালমান আরও দুজনকে নিয়ে মোটরসাইকেলযোগে লোহাগড়া থেকে নিজ বাড়ি দোয়া-মল্লিকপুর যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দোয়া-মল্লিকপুর এলাকার আজিজুর ডাক্তারের বাড়ির সামনে রাস্তার পাশে থাকা রোড রোলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে সালমানসহ অন্য দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সালমানকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

৪ ধরনের শৃঙ্খলাভঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি চাকরিচ্যুতি

বদলে গেল স্কুল-কলেজের শপথ, বাদ মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা

কক্সবাজার সৈকতে প্রশিক্ষণ মহড়ায় মার্কিন সেনারা, সামাজিক মাধ্যমে আলোচনা

কুসুম-কুসুম খেলা চলবে না, ওয়াহিদউদ্দিন-সালেহউদ্দিন-আসিফ নজরুলকে পদত্যাগে বাধ্য করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত