Ajker Patrika

বাগেরহাটে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১৮: ১৪
বাগেরহাটে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত

বাগেরহাটের রামপালে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার রনসেন মাছের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুজন হলেন মোটরসাইকেলচালক মো. রাজ্জাক (৩৩) ফকিরহাট উপজেলার বট্টখামার এলাকার সত্তারের ছেলে এবং যাত্রী মো. হারুন অর রশীদ (৩৫) রাজশাহী জেলার বাগমারা উপজেলার বুজরুক কৌড় গ্রামের মজিবর রহমানের ছেলে। 

দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার। ছবি: আজকের পত্রিকাপ্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, বিকেলে মোংলাগামী একটি প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক মো. রাজ্জাক নিহত হয়। পরে আহত অবস্থায় মোটরসাইকেলের যাত্রী হারুন অর রশীদকে রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর থেকে প্রাইভেট কারের চালকসহ তিনযাত্রী পলাতক রয়েছেন। 

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, কাটাখালী হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে প্রাইভেট কার, মোটরসাইকেল এবং দুর্ঘটনার আলামত সংগ্রহ করেছেন। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তরের করা হবে। প্রাইভেট কারের চালককে আটক করতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত