যশোর প্রতিনিধি
যশোর জেনারেল হাসপাতালে পরিচয়হীন সেই নবজাতক মারা গেছে। মৃত্যুর পর মিলেছে নবজাতকের মা ও নানির খোঁজ। প্রায় ২৪ ঘণ্টা অজ্ঞাতপরিচয় থাকার পর আজ শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।
জানা গেছে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার পরাণপুর গ্রামের রবিউল ইসলাম ও কাকলি বেগম দম্পতির পঞ্চম কন্যা সন্তান ওই নবজাতক। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে হাসপাতালের শিশু বিভাগে নবজাতকটিকে রেখে যান তার নানি। এরপর কারও খোঁজ পাওয়া যাচ্ছিল না। কোনো স্বজনকে পাওয়া না যাওয়ায় দায়িত্বরত নার্সেরা শিশুটিকে চিকিৎসা দিচ্ছিলেন।
নবজাতকের নানি নাহার বেগম জানান, নবজাতকটি জন্মের পর পরই চিকিৎসকেরা শিশু ওয়ার্ডে রাখতে বলেন। সে অনুযায়ী শিশু ওয়ার্ডে রেখে আসেন। দুপুর ৩টার দিকে ওই তিনি ওয়ার্ডে যান এবং শিশুটিকে একটি কাপড় দিয়ে ঢেকে ফের চলে যান। পরে আরও কয়েকবার শিশু ওয়ার্ডে গেলেও দরজা বন্ধ থাকায় ঢুকতে পারেননি।
নাহার বেগম বলেন, ‘আজ সকালে শিশু ওয়ার্ডে গেলে সবাই শিশুটিকে ফেলে যাওয়ার ঘটনা জানায়। আমরা শিশুটিকে ফেলে যাইনি। লোক না থাকায় ভুল বোঝাবুঝি হয়েছে। ওয়ার্ডে কাউকে না জানিয়ে রেখে গিয়েছিলাম।’ তিনি আরও বলেন, মেয়েকে দেখার মতো কেউ ছিল না। তাই লেবার ওয়ার্ডে মেয়ের কাছে ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে শিশুটির মৃত্যু হয়।
হাসপাতালের শিশু বিভাগের প্রধান মাহবুবুর রহমান জানান, অপুষ্ট অবস্থায় জন্ম নিয়েছিল শিশুটি। সে কারণে হাসপাতালের শিশু ওয়ার্ডের নিওন্যাটাল ইউনিটেই তার মৃত্যু হয়েছে।
নবজাতকটির মৃত্যুর আগে মা কাকলি বেগম সাংবাদিকদের বলেছিলেন, ‘এটা আমার পঞ্চম কন্যা সন্তান। বাচ্চা হওয়ার পরে আমি দীর্ঘ সময় অচেতন ছিলাম। বৃদ্ধ মা ছাড়া আমাকে দেখার কেউ হাসপাতালে নেই। এই ওয়ার্ডের নার্সরা যদি একটু সহযোগিতা করত তাহলে এমন কিছু হতো না। আমার নাড়ি ছেঁড়া ধনকে আমি কেন ফেলে যাব!’
যশোর জেনারেল হাসপাতালে পরিচয়হীন সেই নবজাতক মারা গেছে। মৃত্যুর পর মিলেছে নবজাতকের মা ও নানির খোঁজ। প্রায় ২৪ ঘণ্টা অজ্ঞাতপরিচয় থাকার পর আজ শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।
জানা গেছে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার পরাণপুর গ্রামের রবিউল ইসলাম ও কাকলি বেগম দম্পতির পঞ্চম কন্যা সন্তান ওই নবজাতক। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে হাসপাতালের শিশু বিভাগে নবজাতকটিকে রেখে যান তার নানি। এরপর কারও খোঁজ পাওয়া যাচ্ছিল না। কোনো স্বজনকে পাওয়া না যাওয়ায় দায়িত্বরত নার্সেরা শিশুটিকে চিকিৎসা দিচ্ছিলেন।
নবজাতকের নানি নাহার বেগম জানান, নবজাতকটি জন্মের পর পরই চিকিৎসকেরা শিশু ওয়ার্ডে রাখতে বলেন। সে অনুযায়ী শিশু ওয়ার্ডে রেখে আসেন। দুপুর ৩টার দিকে ওই তিনি ওয়ার্ডে যান এবং শিশুটিকে একটি কাপড় দিয়ে ঢেকে ফের চলে যান। পরে আরও কয়েকবার শিশু ওয়ার্ডে গেলেও দরজা বন্ধ থাকায় ঢুকতে পারেননি।
নাহার বেগম বলেন, ‘আজ সকালে শিশু ওয়ার্ডে গেলে সবাই শিশুটিকে ফেলে যাওয়ার ঘটনা জানায়। আমরা শিশুটিকে ফেলে যাইনি। লোক না থাকায় ভুল বোঝাবুঝি হয়েছে। ওয়ার্ডে কাউকে না জানিয়ে রেখে গিয়েছিলাম।’ তিনি আরও বলেন, মেয়েকে দেখার মতো কেউ ছিল না। তাই লেবার ওয়ার্ডে মেয়ের কাছে ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে শিশুটির মৃত্যু হয়।
হাসপাতালের শিশু বিভাগের প্রধান মাহবুবুর রহমান জানান, অপুষ্ট অবস্থায় জন্ম নিয়েছিল শিশুটি। সে কারণে হাসপাতালের শিশু ওয়ার্ডের নিওন্যাটাল ইউনিটেই তার মৃত্যু হয়েছে।
নবজাতকটির মৃত্যুর আগে মা কাকলি বেগম সাংবাদিকদের বলেছিলেন, ‘এটা আমার পঞ্চম কন্যা সন্তান। বাচ্চা হওয়ার পরে আমি দীর্ঘ সময় অচেতন ছিলাম। বৃদ্ধ মা ছাড়া আমাকে দেখার কেউ হাসপাতালে নেই। এই ওয়ার্ডের নার্সরা যদি একটু সহযোগিতা করত তাহলে এমন কিছু হতো না। আমার নাড়ি ছেঁড়া ধনকে আমি কেন ফেলে যাব!’
চট্টগ্রাম নগরের রুমঘাটা এলাকার চাক্তাই খাল থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শনিবার বিকেল সোয়া ৫টার দিকে কোতোয়ালি থানাধীন সিঅ্যান্ডবি পোলসংলগ্ন রুমঘাটার পেছনের চাক্তাই খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে স্থানীয় বাসিন্দারা মরদেহ ভাসতে দেখে পুলিশে
৩ মিনিট আগেজাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল, তাদের মূল্যায়ন করতে হবে। আগামী দিনের নেতৃত্বে তাদের সামনে আনতে হবে। পরিশুদ্ধ রাজনীতি করতে হবে। কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হবে না।’ শনিবার দুপুরে যশোরে বাংলাদে
৪ মিনিট আগেসমুদ্রসৈকতে উড়োজাহাজ লক্ষ্য করে এক তরুণের ফুটবল ছুড়ে মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ শনিবার সকাল থেকে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভিডিওটির আশপাশের দৃশ্য দেখে বোঝা গেল, এটি কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা ও লাবণী পয়েন্টের মাঝামাঝি এলাকা থেকে ধারণ করা হয়ে
৬ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রামে সড়কের দুই পাশের ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে গিয়ে তোপের মুখে পড়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। এ সময় তাঁর ওপর চড়াও হন ফুটপাত দখলকারী দোকানদারেরা।
১২ মিনিট আগে