Ajker Patrika

কুষ্টিয়া সদরের ১১ ইউনিয়নের ১০ টিতেই নৌকার হার

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সদরের ১১ ইউনিয়নের ১০ টিতেই নৌকার হার

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে ১০ টিতেই হেরেছে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থীরা। মাত্র একটিতে জয় পেয়েছে তাঁরা। বাকি ১০ টিতেই জিতেছে স্বতন্ত্র প্রার্থীরা। বিজয়ী ১০ স্বতন্ত্র প্রার্থীর মধ্যে আটজনই নৌকার বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করেছেন। 

বিজয়ীরা হলেন-গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে লাল্টু রহমান (নৌকা), উজানগ্রাম ইউনিয়নে সানোয়ার হোসেন মোল্লা (আনারস), মনোহরদিয়া ইউনিয়নে জহুরুল ইসলাম জহুর (ঘোড়া), হরিনারায়ণপুর ইউনিয়নে মেহেদী হাসান সম্রাট (মোটরসাইকেল), আইলচারা ইউনিয়নে সিদ্দিকুর রহমান (আনারস), হাটশ হরিপুর ইউনিয়নে এম মোস্তাক হোসেন মাসুদ (মোটরসাইকেল), ঝাউদিয়া ইউনিয়নে মেহেদী হাসান (চশমা), আলামপুর ইউনিয়নে আক্তারুজ্জামান বিশ্বাস (চশমা), বটতৈল ইউনিয়নে মিজানুর রহমান মিন্টু ফকির (ঘোড়া), আব্দালপুর ইউনিয়নে আলী হায়দার স্বপন (মোটরসাইকেল) এবং পাটিকাবাড়ি ইউনিয়নে রোকনুজ্জামান কানু (ঘোড়া)। 

উল্লেখ্য, আজ বুধবার সকাল ৮টায় কঠোর নিরাপত্তায় কুষ্টিয়া সদর উপজেলার এই ১১ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণ পরিবেশে মোট ১১৬ কেন্দ্রে এই ভোটগ্রহণ হয়েছে। নানা শঙ্কা থাকলেও সকাল থেকেই তীব্র শীত, কুয়াশা উপেক্ষা করে কেন্দ্রগুলোতে ভোটাররা উপস্থিত হয়। অন্য নির্বাচনগুলো থেকে এই নির্বাচনে ভোটারের উপস্থিতি অনেক বেশি ছিল। নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে ছিল। 

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সহিদুর রহমান বলেন, একটা উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত