Ajker Patrika

চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের অভিযোগ সাবেক মেম্বারের বিরুদ্ধে

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ২০: ৫৭
চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের অভিযোগ সাবেক মেম্বারের বিরুদ্ধে

যশোরের মনিরামপুরে এক চা-বিক্রেতার স্ত্রীকে জোর করে তুলে নিয়ে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক  সদস্যের (মেম্বার) বিরুদ্ধে। অভিযুক্ত ইউপি সদস্যের নাম জাকির হোসেন (৩৮)। এদিকে অসুস্থ গৃহবধূ যশোর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। 

এ ঘটনায় আজ শনিবার গৃহবধূর স্বামী মনিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 

অভিযুক্ত জাকির হোসেন উপজেলার ভোজগাতী ইউনিয়নের মোল্লাডাঙা গ্রামের চান্দার আলীর ছেলে। স্থানীয় বেগারিতলা বাজারে তাঁর কাঠের ব্যবসা রয়েছে। তিনি ভোজগাতী ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। 

ভুক্তভোগী গৃহবধূ বলেন, ‘চার মাস আগে আমাদের বিয়ে হয়েছে। বেগারিতলা বাজারে আমার স্বামীর চা-দোকান। আমরা দুজনে দোকানদারি করি। আমাদের দোকানের উল্টা দিকে জাকিরের কাঠগোলা। দেড় মাস আগ থেকে জাকির মেম্বার নিয়মিত চা খাওয়ার নাম করে দোকানে এসে আমাকে কুপ্রস্তাব দেয়। তার কথায় রাজি না হলে দোকান পুড়িয়ে দেওয়াসহ আমার স্বামীকে হত্যার হুমকি দেয় মেম্বার। সর্বশেষ গত রোববার (৭ আগস্ট) বিকেলে বাড়ি থেকে দোকানে আসার সময় জাকির আমার পথ আটকে নাকমুখ চেপে ধরে জোর করে একটি মাইক্রোবাসে আমাকে তুলে নেয়। এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি।’ 

গৃহবধূ আরও বলেন, ‘রাত ৮টার দিকে জ্ঞান ফিরলে জাকিরকে পাশে দেখি। আর অজানা স্থান বুঝতে পেরে আমি চিৎকার দিই। এরপর রাতভর আমাকে নির্যাতন করে মেম্বার। ভোর ৪টার দিকে বাইরে থেকে লোকজনের আওয়াজ পেয়ে মেম্বার পালিয়ে যায়। পরে লোকজন এলে আমি জানতে পারি যশোর শহরের লালদীঘির পাড়ে ১০ তলা একটি ভবনের ছয়তলায় আমি। পরে আমার বোন ও মায়ের সাহায্যে সোমবার (৮ আগস্ট) আমি বেগারিতলায় পৌঁছাই। 

ভুক্তভোগী গৃহবধূ অভিযোগ করে বলেন, ‘ফেরার পর এই ঘটনা খুলে বললে স্থানীয়রা আমার কথা বিশ্বাস করেনি। পরে ঘটনা অন্যদিকে নেওয়ার জন্য জাকির মেম্বার ও তার লোকজন গত মঙ্গলবার দুপুরে আমাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। মেম্বার ও তার লোকজন ডাক্তারদের সাথে কথা বলে রিপোর্ট নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে।’ 

এ বিষয়ে ভুক্তভোগী গৃহবধূর স্বামী বলেন, ‘কয়দিন আগের ঘটনা হলেও মেম্বারের ভয়ে আমি বাড়ি থেকে বের হতে পারিনি। জাকিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলায় গতকাল শুক্রবার সকালে তার লোকজন বেগারিতলা বাঁশহাটায় আমাকে মারধর করে। অবশেষে আজ (শনিবার) মনিরামপুর থানায় মামলা দিতে গেলে পুলিশ লিখিত অভিযোগ নিয়েছে।’ 

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাকির হোসেন বলেন, ‘কয়দিন আগে আমার এক প্রতিবন্ধী শ্রমিকের ওপর চড়াও হয় চা-দোকানদার। আমি তখন তাকে বকাঝকা করলে রাতে সে আমাকে মোবাইলে ধর্ষণ মামলা সাজানোর হুমকি দেয়।’ 

জাকির হোসেন আরও বলেন, ‘এই চা-বিক্রেতার বর্তমানে ৮ নম্বর স্ত্রী ঘরে। এর আগেও স্ত্রীদের সঙ্গে জড়িয়ে সে এলাকায় অনেককে ফাঁসিয়েছে। তাঁর বর্তমান স্ত্রীরও ৪ নম্বর স্বামী এই চা-বিক্রেতা।’ 

এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর-ই-আলম সিদ্দীকি বলেন, ‘বিষয়টি জানতে পেরে লিখিত অভিযোগ দিতে বলেছি। এরপর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত