সৌগত বসু, খুলনা থেকে
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আবদুল খালেক বাৎসরিক আয়ে ও দায়-দেনাতে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। আজ বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
সংবাদ সম্মেলনে সুজন জানায়, বছরে সর্বোচ্চ ৯০ লাখ ১২ হাজার ৮০০ টাকা আয় করেন জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম। আর দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ লাখ ২০ হাজার ৮৭০ টাকা আয় করেন আওয়ামী লীগের প্রার্থী আবদুল খালেক। এই দুজন প্রার্থীর দেনার পরিমাণ ৪০ শতাংশ। এর মধ্যে শফিকুল ইসলামের দেনার পরিমাণ ৫২ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকা। আর আবদুল খালেকের দায়-দেনার পরিমাণ ১ কোটি ৩৪ লাখ ৩০ হাজার ৭৭০ টাকা।
খুলনা সিটি করপোরেশনের পাঁচজন মেয়র প্রার্থীর মধ্যে একজনের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, দুজনের স্নাতক এবং দুজনের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে।
স্নাতকোত্তর সম্পন্ন করা মেয়র প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আ. আউয়াল, স্নাতক সম্পন্ন করা দুজন মেয়র প্রার্থী হলেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক ও জাকের পাটির প্রার্থী এস এম সাব্বির হোসেন। জাতীয় পার্টির প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু ও স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুর রহমান শিক্ষাগত যোগ্যতার ঘরে উল্লেখ করেছেন স্বশিক্ষিত।
নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থীর মধ্যে শুধু একজনের বিরুদ্ধে অতীতে ফৌজদারি মামলা সংশ্লিষ্টতা ছিল। তিনি হলেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক। তাঁর বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা না থাকলেও অতীতে নয়টি মামলা ছিল। এই নয়টি মামলার মধ্যে চারটি ছিল ৩০২ ধারায় মামলা, যা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। অপর পাঁচটি মামলা থেকেও তিনি খালাস পেয়েছেন।
সুজন জানিয়েছে, বিগত নির্বাচনের চেয়ে আয়কর প্রদানকারীর হার হ্রাস পেয়েছে। ২০১৮ সালে আয়কর প্রদানকারীর হার ছিল ৫৭ দশমিক ৮১ শতাংশ। এবারের নির্বাচনে তা দাঁড়িয়েছে ৩৪ দশমিক শূন্য ১ শতাংশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকার, বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমানসহ অন্যরা।
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আবদুল খালেক বাৎসরিক আয়ে ও দায়-দেনাতে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। আজ বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
সংবাদ সম্মেলনে সুজন জানায়, বছরে সর্বোচ্চ ৯০ লাখ ১২ হাজার ৮০০ টাকা আয় করেন জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম। আর দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ লাখ ২০ হাজার ৮৭০ টাকা আয় করেন আওয়ামী লীগের প্রার্থী আবদুল খালেক। এই দুজন প্রার্থীর দেনার পরিমাণ ৪০ শতাংশ। এর মধ্যে শফিকুল ইসলামের দেনার পরিমাণ ৫২ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকা। আর আবদুল খালেকের দায়-দেনার পরিমাণ ১ কোটি ৩৪ লাখ ৩০ হাজার ৭৭০ টাকা।
খুলনা সিটি করপোরেশনের পাঁচজন মেয়র প্রার্থীর মধ্যে একজনের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, দুজনের স্নাতক এবং দুজনের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে।
স্নাতকোত্তর সম্পন্ন করা মেয়র প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আ. আউয়াল, স্নাতক সম্পন্ন করা দুজন মেয়র প্রার্থী হলেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক ও জাকের পাটির প্রার্থী এস এম সাব্বির হোসেন। জাতীয় পার্টির প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু ও স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুর রহমান শিক্ষাগত যোগ্যতার ঘরে উল্লেখ করেছেন স্বশিক্ষিত।
নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থীর মধ্যে শুধু একজনের বিরুদ্ধে অতীতে ফৌজদারি মামলা সংশ্লিষ্টতা ছিল। তিনি হলেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক। তাঁর বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা না থাকলেও অতীতে নয়টি মামলা ছিল। এই নয়টি মামলার মধ্যে চারটি ছিল ৩০২ ধারায় মামলা, যা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। অপর পাঁচটি মামলা থেকেও তিনি খালাস পেয়েছেন।
সুজন জানিয়েছে, বিগত নির্বাচনের চেয়ে আয়কর প্রদানকারীর হার হ্রাস পেয়েছে। ২০১৮ সালে আয়কর প্রদানকারীর হার ছিল ৫৭ দশমিক ৮১ শতাংশ। এবারের নির্বাচনে তা দাঁড়িয়েছে ৩৪ দশমিক শূন্য ১ শতাংশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকার, বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমানসহ অন্যরা।
ঢাকার মূল সড়কগুলোতে ব্যাটারিচালিত অবৈধ রিকশাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) অভিযান পরিচালনার সময় বেশ কয়েকটি রিকশা ক্রেন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে গুঁড়িয়ে দেওয়া তিন রিকশার চালকদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
১৭ মিনিট আগেকুষ্টিয়া সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও দুই শিশুসন্তানকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেছেন মামুন নামের এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করলে সেখানে স্ত্রীর মৃত্যু হয়েছে। স্ত্রী-সন্তানদের ওপর নৃশংস হামলার পর মামুন নিজেও গলায় ছুরিকাঘাত করে ‘আত্মহত্যার’ চেষ্টা করেন।
২৪ মিনিট আগেবরিশাল নগরীতে যুবলীগ নেতার হয়ে জমি দখলচেষ্টার ঘটনায় অভিযুক্ত মহানগর বিএনপির দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া শোকজে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভী শোকজে স্বাক্ষর করেছেন।
৩০ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল বিভাগের পূর্বনির্ধারিত পরীক্ষা আগামীকাল স্থগিত করা হয়েছে। তবে কোনো শিক্ষক চাইলে স্বতন্ত্রভাবে ক্লাস নিতে পারবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের...
৪৪ মিনিট আগে